দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ম্যাচ পয়েন্ট ভাগাভাগি
জয়ের সুবাস পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বৃষ্টি তা হতে দিল না। হোবার্টে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে সোমবার (২৪ অক্টোবর) মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বৃষ্টির কারণে ম্যাচ হয়েছে পরিত্যক্ত। ফলে পয়েন্ট হয়েছে ভাগাভাগি।
গ্রুপ টুয়ের এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বেলা ২টায়। বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। যখন মাঠ প্রস্তুত হয় কমে যায় ম্যাচের দৈর্ঘ্য। ৯ ওভারে নেমে আসে ম্যাচ। আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৯ ওভারে করে ৫ উইকেটে ৭৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ১.১ ওভারে ২৪ রান তোলার পর আবার শুরু হয় বৃষ্টি। নতুন টার্গেট নির্ধারণ হয় ৭ ওভারে ৬৪ রান।
দক্ষিণ আফ্রিকা ৩ ওভারে ৫১ রান করার পর আবার বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা। পরে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন দায়িত্বরত দুই আম্পায়ার।
৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাণ্ডব দেখান দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। চাতারার করা প্রথম ওভারেই তিনি নেন ২৩ রান। এর মধ্যে ছিল চারটি চার ও একটি ছক্কা। ১.১ ওভারের পর আবার বৃষ্টি শুরু হয়। নতুন টার্গেট নির্ধারণ হয় ৭ ওভারে ৬৪ রান। ৩ ওভারে ৫১ রান করার পর আবার শুরু হয় বৃষ্টি, ম্যাচ হয় পণ্ড।
এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের টপ অর্ডারের চার ব্যাটারই ছিলেন ব্যর্থ। এনগিডি ও পারনেলের বিধ্বংসী বোলিংয়ে একে একে সাজঘরে ফেরেন ক্রেইগ আরভিন (২), রেগিস চাকাভা (৮), সিকান্দার রাজা (০)। ১ রান করা শন উইলিয়ামস হন রানআউট।
১৯ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়েকে পথ দেখান পঞ্চম উইকেটে ওয়েজলি মাধেভেরে ও মিল্টন শুম্বা। ইনিংসের শেষ বলে আউট হন ২০ বলে দুই চারে ১৮ রান করা মিল্টন শুম্বা। ১৭ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন মাধেভেরে। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে এনগিডি ২টি, পারনেল ও এনরিখ নরকিয়া নেন ১টি করে উইকেট।
বৃষ্টির উপর দক্ষিণ আফ্রিকা নাখোশ হলেও খুশি জিম্বাবুয়ে। কারণ নিশ্চিত পরাজয়ের পরিবর্তে একটি পয়েন্ট জমা পড়েছে তাদের ঝুলিতে।
এসজি