আরও কিছু জয় উপহার দিতে চায় টাইগাররা
এসেছে প্রত্যাশিত জয়। বড় মঞ্চে দারুণ শুরু খুলে দিক সব সম্ভাবনার দুয়ার। জয় আসুক পরের সব ম্যাচে। এমন অসাধ্য সাধন করা গেলে অনন্ত আরও কিছু জয় ভক্তদের উপহার দিতে চায় টাইগাররা। বাংলাদেশ আর কয়টা ম্যাচ জিততে পারে বিশ্বকাপে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তাসকিন আহমেদ শোনালেন এমন আশার বাণী।
সোমবার (২৪ অক্টোবর) বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক তাসকিন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘প্রত্যেকটা ম্যাচ যার সঙ্গেই খেলি না কেন, আমাদের স্বপ্ন জেতা। সবাই ভালো করছে। আমাদের দলে সমন্বয়টাও খুব ভালো। আমি নিশ্চিত যে এভাবে যদি আমরা এগুতে থাকি সামনে আরও কিছু জয় উপহার দিতে পারব।’
জয়ের দিনে ব্যাটাররা ব্যাট হাতে তেমন আলো ছড়াতে পারেনি। উদ্বোধনী জুটিতে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার ভালো শুরু পেলেও মিডল অর্ডারে নামে ধস। পরে আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেনের ব্যাট লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। তাসকিনের মতে, পরের ম্যাচগুলোতে ভুলগুলো শুধরে নিতে পারবে তার সতীর্থরা।
টাইগার পেসারের ভাষ্য ছিল ঠিক এমন, ‘আমরা সব কন্ডিশনে উন্নতির চেষ্টা করছি। যদি বিশ্বকাপের বাকি সব ম্যাচগুলোও জিতি, তবু আমি বলব যে আমরা উন্নতির খোঁজে আছি। আজ আমাদের ১০-১৫ রান কম হয়েছিল। তবে শেষ পর্যন্ত জিততে পেরেছি। সামনের ম্যাচগুলোতে ভুলগুলো কমিয়ে আরও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’
এসজি