পাক-ভারত ম্যাচ নিয়ে নাসের হুসাইয়েনের ভুয়া উদ্ধৃতি ভাইরাল
গত রবিবার মেলবোর্নে বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে ভারত জেতে ৪ উইকেটে। যার মূল কারিগর বিরাট কোহলি। তার ব্যাটে আসে ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ঝকঝকে ইনিংস।
কিন্তু ম্যাচের শেষ ওভারে কোহলিকে কেন্দ্র করে নো বলের একটি ঘটনা বেশ আলোচিত। আম্পায়ার প্রথম দিকে নো বল কল করেনি। কোহলির আবেদনের পর আম্পায়ার সাড়া দেন। এ নিয়েই সমালোচনা শুরু। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে পক্ষে-বিপক্ষের লড়াই।
এর মাঝে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করা নাসের হুসাইয়েনের ভুয়া উদ্ধৃতি হয়েছে ভাইরাল। নাসের হুসাইনের উদ্ধৃতি বলে এক ক্রিকেট ভক্ত টুইটারে তা শেয়ার করেছেন। সেই উদ্ধৃতিতে নাসের বলেছেন, ‘আম্পায়ার ভারতের পক্ষে বাজে একটা সিদ্ধান্ত নিয়েছেন আজ। আমাদের শান্ত থাকা উচিত, বিসিসিআই ও আইসিসিকে আপসেট করতে চাই না।’
নিজের এমন টুইট দেখে অপ্রস্তুত নাসের হুসাইন নিজেই। রিটুইটে তার জবাবও দিয়েছেন । যেখানে তিনি বলেন, ‘সবচেয়ে ভালো হয় এটা ডিলেট করে দাও। এটা ভুয়া খবর ও ভুয়া উদ্ধৃতি। এই ম্যাচটি ছিল দারুণ একটি ম্যাচ।’
মেলবোর্নে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান করে ৮ উইকেটে ১৫৯ রান। জবাবে ভারত লক্ষ্যে পৌঁছায় শেষ বল খেলে, ১৬০/৬। গত বিশ্বকাপে এই ভারতকে ১০ উইকেট হারিয়েছিল পাকিস্তান। তার শোধ এবার মেলবোর্নে নেয় কোহলিরা।
এমএমএ/