নড়বড়ে ব্যাটিংয়ে বাংলাদেশের পুঁজি ১৪৪
এগারো জনের দলে স্বীকৃত ব্যাটার আট জন। ব্যাটিং নিভর দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে ভালো শুরু পেল না বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় আইসিসি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নড়বড়ে ব্যাটিংয়ে ১৪৪ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।
এর আগে ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডেসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
দুর্দশা কাটাতে বাংলাদেশ দল লম্বা ব্যাটিং লাইন নিয়ে খেলতে নামে। একটি জয়ের সন্ধানে থাকা বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের মতো দলকেও হালকাভাবে না নিয়ে সেই লম্বা ব্যাটিং লাইন নিয়ে খেলতে নেমেছিল। কিন্তু কাটিয়ে উঠতে পারেনি ব্যাটিং দুর্দশা। নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সংগ্রহ করেছে ৮ উইকেটে ১৪৪।
উদ্বোধনী জুটি নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পর শেষ পর্যন্ত সেখানে পাশ করেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। এখানে তারা মোটামুটি উত্তীর্ণ হয়ে যান। জুটিতে রান আসে ৪৩। সৌম্য সরকার ১৪ রান করলেও টি-টোয়েন্টির ধাঁচে ব্যাটিং করতে পারেননি। বল খেলেন ১৪টি। চার ছিল দুটি। নাজমুল হোসেন শান্ত যে খুব একটা আক্রমণাত্মক ছিলেন, তা কিন্তু নয় তার ২৫ রান আসে ২৪ বলে ৪ বাউন্ডারিতে। ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ৪৭। খুব একটা মন্দ নয়। কিন্তু এই শুরুটাও বাংলাদেশ ধরে রাখতে পারেনি ২৯ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে। একে একে আউট হন নাজমুল হোসেন শান্ত ছাড়াও লিটন দাস ৯, সাকিব আল হাসান ৭ ও ইয়াসির আলী ৩ রান করে। বাংলাদেশের রান তখন ১১ রানে ৫ উইকেটে ৭৬। ওভার প্রতি সাত রানের কম করে। পরবর্তীতে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান ষষ্ঠ উইকেট জুটিতে ৬.১ ওভারে ৪৪ রান যোগ করলে বাংলাদেশের অবস্থা আবার কিছুটা মজবুত হয়। যখন দলের রানে আরও গতি বৃদ্ধি পাওয়ার কথা, তখনই এই দুই ব্যাটসম্যান আউট হয়ে যান ৯ রানের ব্যবধানে। প্রথমে নুরুল হাসান সোহান ১৮ বলে ১৩ রান করে আউট হন। আসিফ ইনিংসের সর্বোচ্চ ৩৮ রান করেন ২৭ বলে দুটি করে চার ও ছক্কা মেরে। সপ্তম ব্যাটসম্যান হিসেবে আফিফ আউট হওয়ার সময় বাংলাদেশের রান ছিল ৭ উইকেটে ১৮ বলে ১২৯। পরে মোসাদ্দেক ১১ বলে ১ ছক্কা ও ২ চারে অপরাজিত ২০ রান করলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮উইকেটে ১৪০ রান।
নেদারল্যান্ডসের পল বেন মেকরিন ২১ ও বাস ডি লিগ ২৯ রানে নেন ২টি করে উইকেট।
এমপি/আরএ/