অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের অন্যরকম অভিষেক!
বিষয়টি অবাক করার মতোই। টি-টোয়েন্টি ক্রিকেটের শুরু থেকেই খেলছে বাংলাদেশ। খেলেছে প্রতিটি বিশ্বকাপই। সর্বশেষ ভারত-পাকিস্তানের ম্যাচসহ মোট টি-টোয়েন্টি খেলা অনুষ্ঠিত হয়েছে ১৮৪২টি। সেখানে বাংলাদেশ খেলেছে ১৩৯টি ম্যাচ। অথচ সেখানে নেই অস্ট্রেলিয়ার মাটিতে খেলা কোনো ম্যাচ। আগামীকাল সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে গোটা বাংলাদেশ দলের অভিষেক হবে! একটি টেস্ট খেলুড়ে দেশের জন্য এটি একটি বিরল আবার বিব্রতকর ঘটনাও বটে।
স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে বাংলাদেশ যেহেতু টেস্ট খেলুড়ে দেশ তাহলে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি ম্যাচ না খেলার কারণ কী? আর কোনো দেশের ক্ষেত্রে তো এ রকমটি হয়নি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হওয়ার কারণ ২০০০ সালে বাংলাদেশ টেস্ট মযার্দা পাওয়ার পর দুইবার মাত্র অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছিল দ্বি-পাক্ষিক সিরিজ। প্রথমে ২০০৩ সালে। যেখানে ছিল শুধুমাত্র দুই টেস্টের সিরিজ। এরপর ২০০৮ সালে। এবার ছিল শুধুমাত্র তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়ার এ রকম নাক উঁচু মনোভাবের কারণে বাংলাদেশের পক্ষে সেখানে কোনো ম্যাচ খেলা হয়নি। তাই বলে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। হয়েছে ১০ বার। একে-অপরের বিপক্ষে খেলেছে। গতবার তারা বাংলাদেশে সে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে ৪-১ ব্যবধানে হেরেছিল। বাকি সবগুলো ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। যেখানে নেই বাংলাদেশের কোনো জয়।
গোটা বাংলাদেশ দলের অভিষেক হলেও সাকিবের কিন্তু আবার অন্য রকম খেলার অভিজ্ঞতা আছে। বিগ ব্যাশে খেলতে এসে তিনি অজিদের জমিনে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার স্বাদ পেয়েছিলেন।
এমপি/এসআইএইচ