আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে চাই: শানাকা
প্রত্যাশিত জয়ে বিশ্বকাপ শুরু করেছে শ্রীলঙ্কা। সুপার-টুয়েলভে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা জিতেছে ৯ উইকেট ব্যবধানে। দলের জয়ের পর অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, আত্মবিশ্বাসের সঙ্গে টুর্নামেন্টে এগিয়ে যেতে চান তারা।
শনিবার (২৩ অক্টোবর) হোবার্টে লঙ্কানদের জয়ের নায়ক ছিলেন কুশাল মেন্ডিস। রান তাড়ায় ৬৮ রানে অপরাজিত ছিলেন এই ওপেনার। হয়েছেন ম্যাচসেরা। এর আগে প্রথম ইনিংসেই এশিয়ান চ্যাম্পিয়নদের জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করে বোলাররা।
মাহিষ থিকসানা-ভানিন্দু হাসারঙ্গাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৮ রানেই আইরিশদের ইনিংস। ছোট লক্ষ্য ৫ ওভার হাতে রেখেই টপকে যায় সবশেষ এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা।
পুরস্কার বিতরণী মঞ্চে লঙ্কান অধিনায়ক শানাকা বলেছেন, ‘আমরা যেভাবে খেলেছি তাতে সত্যিই খুশি। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই সেটাই হয়েছে। জানতাম যে এই ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে। কৌশলগত কারণে স্পিনারদের দেরিতে ব্যবহার করেছি।’
বিশ্বকাপে ব্যাক-টু-ব্যাক হাফসেঞ্চুরি করা কুশালের প্রশংসায়ও মাতেন লঙ্কান অধিনায়ক।
শানাকা বলেছেন, ‘শানাকা ব্যাটিংয়ে ধারাবাহিক এবং বেশিরভাগ সময় পরিস্থিতি অনুযায়ী খেলে। তাতেই উচ্চমানের ব্যাটিং করছে সে। ডেথ বোলিং এবং শুরুটা গুরুত্বপূর্ণ- দুই দিকেই আমার সত্যিই ভালো করেছি। এমন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে চাই আমরা।’
অপরদিকে জয়ের কৃতিত্বটা বোলারদেরও দিয়েছেন লঙ্কান ওপেনার। ম্যাচসেরার খেতাব বুঝে নেওয়ার পর কুশাল বলেছেন, ‘বোলাররা সত্যিই ভালো করেছে। দলীয় সংগ্রহটা একটি কম ছিল কিন্তু আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি। আমার দল আমাকে প্রথম ৬ ওভার খেলতে বলেছিল এবং তারপর ১০ ওভার পর্যন্ত অবদান রাখতে বলেছিল। তাই রানরেট নিয়ে কখনোই ভাবিনি।’
এমএমএ/