বিশ্বকাপে কোনো দলই দুর্বল নয়: সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দলই দুর্বল বা সহজ না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (২৪ অক্টোবর) হোবার্টে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে রবিবার (২২ অক্টোবর) মিডিয়ার সামনে কথা বলেছেন সাকিব।
এবার সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব খেলছে বাংলাদেশ। গ্রুপ টু-এ যেখানে টাইগারদের বাকি পাঁচ প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত কম শক্তির নেদারল্যান্ডসকে দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে। তবে এই কথাতেই আপত্তি সাকিবের। তার মতে, বিশ্বকাপে কোনো দলই দুর্বল নয়।
তিনি বলেন, ‘এই পারসেপশনও হয়তো আপনারা তৈরি করেছেন যে, নেদারল্যান্ডস আসায় বাংলাদেশ দল স্বস্তি বোধ করছে। আমাদের দলের যে ধরনের চিন্তাভাবনা, আমরা এভাবে কখনো প্রস্তুতি নেই না। আমার মনেও হয় না যে পৃথিবীর কোনো দল এমন চিন্তা করে কে আসলে ভালো, কে আসলে খারাপ। সব সময় চেষ্টা থাকে দলকে জেতানোর, যেটা ভালো করা সম্ভব সেটাই করা। আমাদের দলের ভেতর এমন অনুভূতি নেই। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আসলেও আমরা যে প্রস্তুতি নিতাম, অন্যান্য যে দলের সঙ্গেই খেলব একই প্রস্তুতি থাকবে।’
সাকিবের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘সব ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। সব ম্যাচ থেকেই ২ পয়েন্ট পাওয়ার সুযোগ আছে। আমরা প্রতি ম্যাচই জেতার জন্য খেলতে নামব। এ বিশ্বকাপে কোনো দুর্বল ও সহজ দল নেই, যেমনটা আপনারা কোয়ালিফায়ারে (প্রথম রাউন্ড) দেখেছেন। যে দলকে আপনারা হয়তো ভেবেছেন জিতবে, তারা জিততে পারেনি। আপনারাই (মিডিয়া) হয়তো এই পারসেপশনটা আমাদের উপর দিচ্ছেন। তবে আমরা কখনো এভাবে প্রস্তুতি নেইনি। নিজেদের সেরা প্রস্তুতি নেওয়াই একমাত্র পথ। যাতে আমরা সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারি।’
এসজি