বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন
এইতো কিছুদিন আগেও বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের পরিবেশ ছিল ঘোমট। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে খেলার পর ঘরের মাঠে পাকিস্তানের কাছেও বাজেভাবে সিরিজ হার। বিসিবি পরিচালক কিংবা অন্যরা নিজেদের যতোটা সমম্ভব আড়াল করে রাখতেন। মিডিয়ার সামনে আসতেই চাইতেন না। কিন্তু এখন সেখানে ভিন্ন পরিবেশ। নিউ জিল্যান্ডকে অকল্পনীয়ভাবে ৮ উইকেটে প্রথম টেস্টে হারানোর পর বিসিবিতে উৎসবমুখর পরিবেশ। সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশ যখন নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়সূচক রান করে তখন ঘড়ির কাটা মাত্র ভোর ৬টা অতিক্রম করেছে। যে কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিসিবিতে একে একে পরিচালনা পর্ষদের সদস্যরা আসতে থাকেন। মিডিয়ার সামনে নিজেদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেন।
ফ্যাসিলিটজ ম্যানেজম্যান্টের চেয়ারম্যান আকরাম খান
‘ফ্যান্টাসটিক। আমি মনে করি বাংলাদেশের কয়েকটি অর্জনের মধ্যে এটি একটি। আমরা সব সময় বলে আসছি, নিউ জিল্যান্ড আমাদের জন্য কঠিন একটা দেশ, কঠিন একটা প্রতিপক্ষ। এর আগে ওরা এতোটা ভালো ছিল না, কিন্তু এখন টেস্ট ক্রিকেটে ওরা এক নম্বর দল। ওই কন্ডিশনে ওই জায়গায় গিয়ে এত ভালো খেলতে পারবে এটা আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এই দলের উপর আমাদের যে আস্থা ছিল এটা ওরা প্রমাণ করেছে।’
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস
‘নিউ জিল্যান্ডের মাঠে নিউ জিল্যান্ডকে হারানো নিশ্চিতভাবে বড় অর্জন। আপনারা জানেন সবাই ট্রমার মধ্য দিয়ে গেছে। বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজে ভালো করিনি। ওখানে(নিউ জিল্যান্ড) গিয়ে টিমের এই পারফরম্যান্স দুর্দান্ত। আমি ধন্যবাদ জানাই যারা মাঠে খেলেছে। এটা ক্রিকেটারদের কৃতিত্ব, টিম ম্যানেজম্যান্টের কৃতিত্ব।’
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু
‘অবিস্মরণীয় একটি জয়। এটা আমাদের ক্রিকেটের জন্য বিরাট মাইলফলক। এই প্রসেসটা যদি আমরা পাঁচ দিনের ক্রিকেটে খেলে যেতে পারি তাহলে তিন থেকে পাঁচ বছরের মধ্যে একটা ভালো টেস্ট প্লেয়িং টিম হিসেবে নিজেদের গড়ে তুলতে পারব। ক্রিকেটারদের অ্যাবিলিটি নিয়ে অনেকে অনেক কিছু বলত, বায়োবাবলে থাকা কিন্তু যথেষ্ট কঠিন। ওখান থেকে তারা নিজেদের প্রসেস করে ভালো একটা ক্রিকেট উপহার দিয়েছে, দেশকে জয় দিয়েছে সেটা অবশ্য স্যালুট করার যোগ্য।’
নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার
‘আসলে আমার বলার কোনো ভাষা নেই। আমি নিশ্চিত আপনারাও খুশি (সাংবাদিকদের), আমার খুশিটাতো বুঝতেই পারছেন। শুধু নির্বাচক না, বাংলাদেশের একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমার মনে হয় টেস্ট ক্রিকেটে এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আরও কিছু টেস্ট ম্যাচ আমরা জিতেছি। কিছু ভালো টেস্ট ম্যাচ জিতেছি। কিন্তু আমার কাছে মনে হয় এটা বড় অর্জন। খুব খুশি। পুরো টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলেছি। ব্যাটিং-বোলিং সব ভালো হয়েছে। টপ অর্ডারে ব্যাটিং বলেন, ফাস্ট বোলারদের উইকেট নেওয়া বলেন, স্পিনাররা ভালো বোলিং করেছে, ক্যাপ্টেন ব্রেক থ্রু এনে দিয়েছে। সব মিলিয়ে এই টেস্টে নেগেটিভ কিছু খুঁজতে হলে অনেক কষ্ট করতে হবে।’
এমপি/এসআইএইচ