সাকিবের সন্ধান দিল বিসিবি
সাকিবকে নিয়ে সমালেচানার যেন শেষ নেই। বিসিবির দূর্বলতার সুযোগ নিয়ে জাতীয় দলকে উপেক্ষা করে তিনি যখন-তখন ছুটি নিয়ে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যান।
এবার উইন্ডিজে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে সময় মতো জাতীয় দলে যোগ না দেয়াতে নতুন করে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন। তিনি নিউজিল্যান্ডে গিয়ে পৌঁছাবেন ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার ২৪ ঘন্টারও কম সময় আগে।
তাকে ছাড়াই আজ পাকিস্তান ও নিউ জিল্যান্ডের অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন করা হয়েছে। বাংলাদেশের হয়ে প্রতিনিধত্ব করেছেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। বিষয়টি যেমন সমালোচিত হয়েছে, তেমনি দৃষ্টিকটুও।
এদিকে আজ সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের বিলম্বে নিউজিল্যান্ড পৌঁছার কারণ ব্যাখা করেছে। বিমানের টিকিটি পেতে সমস্যা ও ট্রানজিট ভিসা জটিলতার কারণে তার এই বিলম্ব। বিসিবির পাঠনো সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়েছে সাকিব ২ অক্টোবর দলের সঙ্গে যোগ দিতে চেয়েছিলেন।
কিন্তু প্রথমে টিকিট না পাওয়াতে তিনি আসতে পারেননি। পরে তিনি নিউজিল্যান্ড পৌঁছার জন্য বিমানের টিকিট কাটেন। কিন্তু লস অ্যাঞ্জেলস এয়ারপোর্ট থেকে তাকে বোর্ডিং করতে দেয়নি ভিসা জটিলতার কারণে। পরে সংশ্লিষ্ট এয়ারলাইনস ভিসা সমস্যার সমাধান করলে সাকিব ৪ অক্টোবর রওয়ানা দেন। এখন তিনি পৌঁছাবেন ৬ অক্টোবর নিউজিল্যান্ড সময় সন্ধ্যা ৬টার দিকে।
এমপি/এমএমএ/