নারী এশিয়া কাপ
উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ-থাইল্যান্ড
৮ম নারী এশিয়া কাপের পর্দা উঠছে সিলেটে। এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শনিবার (১ অক্টোবর) সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী ম্যাচ। আর এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে থাইল্যান্ড। একই দিনে ম্যাচের দ্বিতীয় খেলা অংশ নেবে ভারত-শ্রীলঙ্কা। খেলাটি শুরু হবে দুপুর দেড়টায়।
আসরের সব কয়টি ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠ ও আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৪ ম্যাচের এই টুর্নামেন্টে ফাইনাল হবে ১৫ অক্টোবর। এই টুর্নামেন্টের সব কয়টি খেলা বিনা টিকিটে দেখা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ম্যাচগুলো দেখা যাবে ভারতীয় স্পোর্টস চ্যানেল ‘স্টার স্পোর্টস’সহ দেশি কয়েকটি চ্যানেলে। টুর্নামেন্ট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি ও এসিসি।
এবারের আসরে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। ইতিমধ্যে সব কয়টি দল সিলেটে এসে পৌঁছেছে। ভারত ছাড়া অন্য ৬ দল সিলেটে এসে পৌঁছে গত বুধবার। আর বৃহস্পতিবার এসে পৌঁছায় ভারত। ৭ দলের জন্য তিনটি আবাসন ব্যবস্থা করা হয়েছে। নগরের এয়ারপোর্ট সংলগ্ন গ্র্যান্ড সিলেট হোটেল ও রিসোর্টে উঠেছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত। থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত উঠেছে নগরের হোটেল রোজ ভিউতে। আর মালয়েশিয়া নারী ক্রিকেট দল উঠেছে শহরতলীর খাদিমপাড়াস্থ নাজিমগড় গার্ডেন রিসোর্টে।
স্বাগতিক বাংলাদেশ ৩, ৬, ৮, ১০ ও ১১ অক্টোবর যথাক্রমে লড়বে পাকিস্তান, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও আরব আমিরাতের বিপক্ষে।
উদ্বোধনী খেলার আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড। এদিন দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
তিনি বলেন, ‘এবার দরকার শিরোপা, ভালো খেলার সময় কিন্তু ইতিমধ্যে শেষ। যেহেতু ট্রফি আমাদের ছিল, সুতরাং চেষ্টা করব ট্রফিটা যেন আমাদেরই থাকে আর ভালো ক্রিকেট কিন্তু আমরা খেলছি। এমন তো না যে আমরা ভালো ক্রিকেট খেলছি না।’
এদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড ম্যানেজার জয়দ্বীপ দাস বলেন, ‘এবারের এশিয়া কাপ টিকিট ছাড়া দেখা যাবে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি, ক্রিকেটপ্রেমীরা মাঠে এসে খেলা উপভোগ করবেন।’
অপরদিকে নারী এশিয়া কাপকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে মহানগর পুলিশ। খেলোয়াড়-কর্মকর্তা ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তায় এমন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (অতিরিক্ত দায়িত্ব মিডিয়া) সুদ্বীপ দাস।