বিয়ের পিঁড়িতে শামীম পাটোয়ারি
শামীম হোসেন পাটোয়ারির আর্ন্তজাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে হয়েছিল অভিষেক। মাত্র ১৩ বলে ২ ছক্কা ও ৩ চারে ২৯ রান করে নজর কেড়েছিলেন। দিয়েছিলেন আস্থার প্রতিদান।
পরের ম্যাচে করেছিলেন ১৫ বলে ৬ চারে অপরাজিত ৩১ রান। এরপর আর পেছনে ফিরে তাকানোর কথা নয়। কিন্তু তাকে তাকাতে হয়েছিল। কারণ নিজের শুরুটা দীর্ঘায়িত করতে পারেননি। ফলে জাতীয় দলের আসন নড়বড়ে হয়ে উঠে। বাদ পড়েন। শামিল হন আসা-যাওয়াতে।
সর্বশেষ ২০২১ সালের ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ২২ রান করে বাদ পড়ার পর আর ফিরে আসতে পারেনি। এমন কি টি-টোয়েন্টি ক্রিকেটে দল যখন হাবুডুবু খাচ্ছে, পুরানো অনেক ক্রিকেটারের মাঝে ফিরে গেছেন নির্বাচকরা। কিন্তু শামীম পাটোয়ারিকে মনে করেননি।
সেই শামীম পাটোয়ারি বসেছেন বিয়ের পিঁড়িতে। ২২ বছর বয়সে জীবনসঙ্গী করেছেন নিজের সহপাঠীকে। বিয়ের সুসংবাদ তিনি নিজেই ফেসবুকে জানিয়েছেন। জীবনসঙ্গীর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’
বিয়ের পর অভিনন্দন বার্তায় ভাসছেন এই তরুণ। তাকে অভিনন্দন জানিয়েছে গতবার বিপিএলে খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। তারা লিখেছে, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’
অভিষেকের পর শামীম পাটোয়ারি ১০ ম্যাচ খেলে রান করেছেন ১২৪। সর্বোচ্চ রান অপরাজিত ৩১। গড় ১৫.৫০। স্ট্রাইকরেট ১১১.৭১। ৩ ছক্কার সঙ্গে বাউন্ডারি মেরেছেন ১৪টি।
এমপি/আরএ/