টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ডি ককের
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভারতের কাছে ১১৩ রানে পরাজিত হওয়ার পরই টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন এই প্রোটিয়া উইকেটরক্ষক।
এ প্রসঙ্গে ডি কক জানান, পরিবারকে সময় দিতে এমন সিদ্বান্ত। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন তিনি। এজন্য ভারতের বিপক্ষে শেষ দুই টেস্ট থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন ডি কক। কিন্তু এবার পুরোপুরিভাবে লাল বল থেকে নিজেকে সরিয়ে নিলেন ডি কক।
মাত্র ২৯ বছর বয়সে টেস্টকে বিদায় বলা এই উইকেটরক্ষক বলেন, ‘এটা এমন কোনো সিদ্ধান্ত ছিল না যেটা সহজে নেওয়া যায়। আমি অনেক চিন্তা করেছি, আমার ভবিষ্যৎ কেমন হতে পারে এবং জীবনে আমি কোন জিনিসটাকে সবচেয়ে গুরুত্ব দিব এটা নিয়ে ভেবেছি। কারণ আমি এবং শাশা (স্ত্রী) আমাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছি।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে পরিবার সবকিছুর উপরে। আমার পরিবার আমার কাছে সবকিছু এবং আমার এজন্য সময় প্রয়োজন। জীবনের এই নতুন অধ্যায়ে তাদের সাথে থাকা প্রয়োজন।’
২০১৪-২০২১ সাল পর্যন্ত এই সাত বছরে ৫৪ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরিতে ৩,৩০০ রান করেছেন ডি কক। গড় ৩৮ দশমিক ৮২। আর উইকেটের পেছনে দাঁড়িয়ে ২২১টি ক্যাচ ও ১১টি স্টাম্প করেছেন তিনি।
চলতি বছরের শুরুতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়ে শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে নেতৃত্ব দেন ডি কক। শ্রীলংকার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতলেও পাকিস্তানের কাছে একই ব্যবধানে হারে তার দল।
এসআইএইচ