সাকিবের না খেলা অনেক বড় ক্ষতি: রাসেল ডোমিঙ্গো
সাদা পোষাকের ক্রিকেটে সাকিবকে নিয়মিত দলে না পাওয়া এক রকম নিয়মেই পরিণত হয়ে গেছে। এবার নিউজিল্যান্ড সফরেও নেই তিনি। কারণ দেখিয়েছেন ব্যক্তিগত। তার না থাকা দলের জন্য অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কোনো ভাবে পূরণ হবার নয়। যখনই সাকিব দলে থাকেন না, তার অভাব পূরণ করতে হয় দুজন খেলোয়াড় দিয়ে। একজন ব্যাটসমান এবং একজন বোলার। প্রধান কোচ ডোমিঙ্গোও দায়িত্ব নেয়ার পর এ রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। তা মেনেও নিয়েছেন। কিন্তু সাকিবের ঘাটতি দূর করতে পারেননি। ঝরেছে শুধুই আক্ষেপ।
এবারও তার ব্যতিক্রম হয়নি। যথারীতি প্রকাশ পেয়েছে সাকিব না থাকাতে দলের অভাবটা। ডমিঙ্গো বলেন, ‘সাকিবের না খেলা অনেক বড় ক্ষতি। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দল খুবই ভারসাম্যপূর্ণ হয়ে উঠে। ব্যাটিং করে টপ সিক্সে এবং অনেক ওভার বোলিং করতে পারে।’
একজন সাকিব যেকোনো কোচের জন্য দলে পরম পাওয়া। আরাধ্যও বলা যায়। যে নিউজিল্যান্ডে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধুকতে থাকেন, সেখানে সাকিবের আছে দুইটি সেঞ্চুরি। যার একটি আবার ডাবল সেঞ্চুরি। এই ডাবল সেঞ্চুরি তিনি করেছিলেন ২০১৯ সালে ওয়েরিংটনে ২১৭ রানের ইনিংস খেলে। এরপর সাকিব আর নিউজিল্যান্ড যাননি। এ বছরের শুরুতেই বাংলাদশে দল গিয়েছিল নিউজিল্যান্ডে। খেলছিল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
এমপি/এসআইএইচ