পুরনো রেকর্ডতো অতীত হয়ে গেছে: মুমিনুল
ছবি: স্পোর্ট নিউ জিল্যান্ড
নিউজিল্যান্ডে শনিবার ( ০১ জানুযারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের দলপতি মুমিনুল হক। তার সংবাদ সম্মেলনের উল্লেখযোগ্য অংশ ঢাকাপ্রকাশের পাঠকেদের জন্য তুলে ধরা হলো।
প্রশ্ন: নতুন বছরে নতুন চ্যালেঞ্জ কিভাবে দেখছেন
মুমিনুল: সবকিছু মিলিয়ে নতুন বছরে আমি খুব রোমাঞ্চিত। আগে কি হয়েছে সেগুলো নিয়ে চিন্তা না করে নতুন বছরে কিভাবে আরও ভালো করে চিন্তা করা যায় আমি সেটাই ভাবছি। আমি আসলে খুব রোমাঞ্চিত। শুরুটা ভালো হলে আল্লাহর রহমতে ভালো ভাবে ক্যারি করার সম্ভাবনাটা বেশি থাকে।
প্রশ্ন: নিউজিল্যান্ডে আগে কখনো ভালো করতে পারেননি। এবার কতোটা আত্মবিশ্বাসী?
মুমিনুল: যে কয়দিন অনুশীলন করেছি, অনুশীলনে ভালো অবস্থায় আছি। পুরনো রেকর্ডতো অতীত হয়ে গেছে। ওটা ঘাটাঘাটি করে, চিন্তা-ভাবনা করে কোনো লাভ হবে না। আমার মনে হয় সামনে যে ম্যাচটা আছে সেটা নিয়ে চিন্তা করাটাই ভালো। সবসময় ইতিবাচক চিন্তা করাই ভালো। আমরা জানি নিউজিল্যান্ড আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হবে। কিন্তু আগে থেকে যদি ব্যাকফুটে কিংবা নেতিবাচক চিন্তা থাকে তাহলে ভালো ফল আসবে না। যতোই চ্যালেঞ্জ থাকুক; আপনাকে সেটা নিতে হবে।
প্রশ্ন: ব্যক্তিগত সাফল্য হয়তো আছে, দলীয় সাফল্য নেই কেন?
মুমিনুল: দেশে কিংবা দেশের বাইরে আমরা যতগুলো টেস্ট ম্যাচ জিতেছিলাম, সবগুলো কিন্তু দলীয় পারফরম্যান্সের কারণে। আমার কাছে মনে হয় দুজন একশো করল, বোলাররা যদি একজন ৫ উইকেট কিংবা আরেকজন যদি ৩ বা ৪ উইকেট না পায় তাহলে দলের ফল পাওয়াটা কঠিন।
প্রশ্ন: নতুন বছর শুরুর পথে কোথায় কোথায় উন্নতি হয়েছে?
মুমিনুল: এখন আমরা অনুশীলনে সবাই সবাইকে যেভাবে দেখছি , দল অনুযায়ী ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই যদি ভালো করতে পারি ওটার জন্য এক্সসাইটমেন্ট কাজ করছে।
প্রশ্ন: একাদশ ঠিক হয়েছে কি না?
মুমিনুল: দল ঠিক হয়ে গেছে। কালকে সকালে আরেকবার হয়তো তা রিভিউ করা হবে। ১২ জনের দল আমরা দিয়ে দিয়েছি। হয়তো আপনারা এটা পেয়ে যেতে পারেন। তারপর সকালে আরেকবার দেখে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রশ্ন: উইকেটটা কেমন দেখেছেন?
মুমিনুল: আমার কাছে যেটা মনে হয় আপনি নিউজিল্যান্ডে আসার আগে যেভাবে চিন্তা করবেন উইকেট এমনই হবে। নিউজিল্যান্ডে সময় মানইন্ডসেট গুরুত্বপূর্ণ। আগে যদি চিন্তা করেন বল খেলা চ্যালেঞ্জিং হবে তাহলে খেলাটা আসলে কঠিন হবে। আমার কাছে মনে হয় ব্যাটিং করে ব্যাটাররা উপভোগ করবে, বোলাররাতো ভালো অনুভব করবেই। সুন্দর উইকেট। প্রথম এক দেড়-ঘন্টা হয়তো চ্যালেঞ্জটা বেশি থাকবে। নিউজিল্যান্ডের উইকেট যেমনটা হয় আর কি।
প্রশ্ন: নিউজিল্যান্ডের পেসারদের কতোাট চ্যালেঞ্জিং মনে করছেন?
মুমিনুল: নিউজিল্যান্ড সব সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। ওদের যেহেতু স্পিনার নেই আমাদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হবে পেস বোলিং আক্রমণটা। এটা আপনারা আমরা সবাই জানি। নিউজিল্যান্ডে আসলে আমাদের জন্য পেস বোলিং আক্রমণই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে। এই চ্যালেঞ্জটা আমাদের নেওয়া উচিত।
প্রশ্ন দলের ওপেনিং জুটি নিয়ে কি ভাবছেন?
মুমিনুল: আমার দলের মূল ওপেনার তামিম ইকবাল নেই। তামিম ভাইতো বিশ্বের সেরা ওপেনারদের মধ্যে অন্যতম। ওনার জায়গায় আরেকটা খেলোয়াড় হয়তো সুযোগ পাচ্ছে। আমার মনে হয় যারা স্কেয়াাডে আছে তারা বাংলাদেশ দলের ভালো ওপেনার।
প্রশ্ন: বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আপনি কতোটা আশাবদী?
মুমিনুল: তাসকিন কিন্তু শেষ কয়েকটা টেস্টে খুব ভালো বোলিং করেছে। এবাদত শেষ দুই টেস্টে ভালো করেছে। রাহীও ভালো অবস্থায় আছে। শরিফুল, খালেদ, শহিদুল সবাই ভালো অবস্থায় আছে। আমার কাছে মনে হয় এক-দেড় বছরে আমাদের পেস আক্রমণ অনেক উন্নতি করেছে। নিউজিল্যান্ড সিরিজে তাদের দেখতে আমি রোমাঞ্চ অনুভব করছি। এই সিরিজে ওদের কাজটা একটু বেশি। আমি তাদের নিয়ে আত্মবিশ্বাসী। আপনারা ভালো কিছু দেখতে পারবেন আমাদের পেস বোলারদের কাছ থেকে।
প্রশ্ন: সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ক্যাচ মিস হয়েছে অনেক। এসব নিয়ে কাজ করা হয়েছে?
মুমিনুল: নিউজিল্যান্ডে চারিদিকে খুব বাতাস থাকে। ওই অ্যাডজাস্টম্যান্ট খুব গুরুত্বপূর্ণ আপনি যখন ফিল্ডিং করবেন। আমরা ফিল্ডিং নিয়ে ফিল্ডিং কোচের সঙ্গে টেকনিক্যালি কাজ করেছি। ভালো ফিল্ডিং করতে আত্মবিশ্বাসী আমরা।
প্রশ্ন: ২০২২ সালে লক্ষ্য কী থাকবে?
মুমিনুল: আপাতত ২০২২ সালে টেস্টে কী করব সেটি নিয়ে চিন্তা করছি না। এই সিরিজ নিয়ে, এই সিরিজে কতটা ভালো খেলতে পারি, কিভাবে ম্যাচ জিততে পারি সেটা নিয়ে চিন্তা করছি। আমরা কিন্তু বেশিরভাগ টেস্ট খেলব কঠিন কন্ডিশনে। আগে থেকে চিন্তা না করে আস্তে আস্তে সিরিজ বাই সিরিজ চিন্তা করাটাই ভালো।
এমপি/এসআইএইচ