শনিবার, ১ মার্চ ২০২৫ | ১৬ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘সাকিবকে সাসপেন্ড করা উচিত ছিল’

বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিব চুক্তিতে জড়িয়ে দেশের ক্রিকেটে লঙ্কা কান্ড বাজিয়ে দেন। তুলকালাম কান্ড। সর্বত্র সমালোচনা আর বিতর্ক। কোটি কোটি মানুষের আদর্শ ক্রিকেটার হয়ে সাকিবের এ রকম কান্ডে সর্বত্র ছিঃ ছিঃ পড়ে যায়। দেশের সব গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব দিয়ে নিউজ করা হয়। সংবাদ মাধ্যমে প্রতিদিনই এ সংক্রান্ত নিউজ প্রচার ও প্রকাশ হচ্ছে আর বেট উইনারের পরিচিতি বাড়ছে। বিসিবিও নড়ে-চড়ে বসে। সাকিবকে চুক্তি বাতিল করতে বলা হয়। কিন্তু সাকিব নিজের অবস্থানে অনঢ়। অবশেষে বিসিবির পক্ষ থেকে দেওয়া হয় হুংকার। তাতে কাজ হয়। নরম হন সাকিব। সায় দেন চুক্তি বাতিল করার। এরই মাঝে বেটউইনার যে একটি অন লাইন জুয়া খেলার প্রতিষ্ঠান, তা দেশবাসী জেনে যান। যে কারণে বেটউইনার সাকিবকে তাদের ‘দূত’ বানিয়েছিল, সেখানে তারা অতি দ্রুততম সময়ে কল্পনাতীত প্রচার পেয়ে যায়।

সাকিব যখন চুক্তি বাতিল করেন কিংবা এই ঘটনা জানাজানি হয়, তখন তিনি দেশের বাইরে। সব কিছু হয় ই-মেইল আর মুঠোফোনে। সাকিব চুক্তি বাতিল করার জন্য প্রথমে মৌখিকভাবে সম্মত, পরে বিসিবির ইচ্ছায় লিখিতভাবে চুক্তি বাতিলের কথা জানান। কিন্তু বিসিবির সভাপতি তাতেও সন্তুষ্ট ছিলেন না। তিনি সাকিবকে জরুরিভাবে দেশে ফিরে আসতে বলেন। যে কারণে সাকিব ১৪ আগস্টের পরিবর্তে ১২ আগস্ট দিবাগত রাতেই ফিরে আসেন দেশে। এসেই তার বিসিবির সভাপতির সঙ্গে বৈঠকে বসার কথা।

সবারই ধারনা ছিল এমন একটি ঘটনায় সাকিব ভেঙ্গে পড়বেন। তাকে মলিন দেখা যাবে। কিন্তু তিনি ছিলেন বিপরীত। বিসিবির সভাপতির গুলশান বাসভবনে তিনি যখন প্রবেশ করেন, তার হাতে ছিল কফি। চুমুক দিতেক দিতে হাস্যোজ্জল মুখে লিফটের দিকে এগিয়ে যান। ঘন্টা দুইয়েক সভা শেষে তিনি যখন সেই লিফট দিয়েই নেমে আসেন, তখন ছিলেন আরও বেশি উৎফুল্ল। যেন বিজয়ী বীর। হাসতে হাসতে অপেক্ষামান শতাধিকেরও বেশি সাংবাদিকদের ফ্লাইং চুমু দিয়ে নিজ গাড়িতে উঠে চলে যান। সাকিবের এ জাতীয় ঘটনা অনেকেই অবাক করেছে। নুন্যতম কোনো অনুশোচনা নেই। যেখানে পরাজিত সৈনিক হয়ে বের হয়ে আসার কথা, সেখানে বিজয়ী কাপ্তান হয়ে বের হয়ে এসেছেন। সাকিব চুক্তি বাতিল করার আগে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন যেভাবে হুংকার দিয়ে সাকিবকে জরুরিভাবে তলব করে নিয়ে এসেছিলেন, তাতে করে অনেকেই ধারনা করেছিলেন, সাকিব এশিয়া কাপের দলে থাকলেও নেতৃত্ব পাবেন না। সেখানে নেতৃত্বও পেয়েছেনই, সঙ্গে বোনাস হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আরও দুই আসরের। আসা-যাওয়ার মাঝে সাকিবের শারিরীক ভাষা দেখে ধারনা করা যায় যে তিনি জানতেনই বিজয়ী হবেন। অধিনায়ক হবেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা আবার বিসিবির এ রকম সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি। তিনি বলেন, ‘বেটিং করলে, বেটিংয়ের সঙ্গে জড়িত থাকলেতো সাসপেন্ড করা উচিত ছিল। এই অফারতো তামিমের কাছেও এসেছিল। কিন্তু সে রাজি হয়নি। এখানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ব্যক্তিগত ইমেজ সব মিলিয়ে সে মনে করেছে রাজি হওয়া ঠিক হবে না। তাই ফিরিয়ে দিয়েছে। এখানে শিক্ষারও একটা ব্যাপার আছে। পড়াশুনা নেই। ব্যাকগ্রাউন্ড নেই। আমার সময় আমি যখন অধিনায়ক, তখন আমার দলে নয় জন ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের। ফ্লুয়্ন্টে ইংলিশ বলতে পারতো। রকিবুল, ইশতিয়াক, সৈয়দ আশরাফুল হক, ওমর খালেদ রুমি, মাইনু, জাহাঙ্গীর শাহ বাদশা সবাই উচ্চশিক্ষিত। অনর্গল ইংলিশে কথা বলত। ফ্যামিলি ব্যাক গ্রাউন্ড ছিল ভালো।’ শফিকুল হক হীরা বলেন, ‘এ রকম ঘটনা ঘটানোর পরও সাকিব দলে এসেছে, অধিনায়ক হয়েছে দলের বর্তমান পরিস্থিতিতে। সাকিব এখন এতো বড় প্লেয়ার হয়ে গেছে, বাংলাদেশের বাকি ১০ জন যেন আর প্লেয়ার না। শুধু সাকিব, সাকিব আর সাকিব। আসলে সে ক্রিকেট বোর্ডের কাউকে পাত্তা দেয় না।’

আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান মনে করেন এখানে সাকিব ও বিসিবির মাঝে সমঝোতা হয়েছে। তিনি বলেন, ‘এখানে একটা সমঝোতা হয়েছে। এখানে আমি ধন্যবাদ দিব ক্রিকেট বোর্ডকে। বিশেষ করে সভাপতিকে। তিনি একটা শক্ত অবস্থান নিয়েছেন। হয় তুমি ক্রিকেট বেছে নেবে, না হলে বেটিংয়ের সঙ্গে থাকবে। এতে সে (সাকিব) ভুল বুঝতে পেরেছে। তবে এটাও ঠিক এ মুহুর্তে ভঙ্গুর অবস্থা ক্রিকেটের। দেশের ক্রিকেটের এ রকম একটি অবস্থায় একজন শক্ত ক্রিকেটীয় দৃষ্টি কোন থেকে সাকিবকে বেছে নেয়া হয়েছে। এই কথা আমি যেমন বলছি, তেমনি বলবো সাকিব একজন রোল মডেল। একজন রোল মডেল হলে আগামী প্রজন্মকে তিনি কী ম্যাসেজ দিলেন? কাজেই তার আরও সংযম হওয়া উচিত।’

এমপি

Header Ad
Header Ad

পবিত্র রমজান উপলক্ষে ডিবির অলআউট অ্যাকশন শুরু:

রমজানে শপিংমল, বাস টার্মিনালে ছদ্মবেশে দায়িত্ব পালন করবে ডিবি সদস্যরা  

ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রণে আজ থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অলআউট অ্যাকশন শুরু। এ সময় ডিবি পরিচয়ে তুলে নিয়ে আসা বা বাসায় তল্লাশি করার চেষ্টা করলে ডিবিকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।

শনিবার বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এসব তথ্য জানান।

মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সময় মার্কেট শপিংমল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, রমজান ও ঈদকে কেন্দ্র করে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বিশেষ অভিযানে আজ থেকে মাঠে থাকবে। এই সময়ে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে।

ঢাকা মহানগরসহ দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে।

ডিবির গোয়েন্দা তথ্য বলছে, অপরাধীদের মধ্যে একটি বড় অংশই ১৫ থেকে ৩০ বছর বয়সীর। পতিত সরকারের কিছু লোকজন কিশোর গ্যাং সদস্যদের দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন বলেও তথ্য রয়েছে।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, ডিএমপি যুগ্ম কমিশনার (ডিবি উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া, ডিএমপি যুগ্ম কমিশনার (সাইবার সিকিউরিটি) সৈয়দ হারুন অর রশীদ ও ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে সংস্কার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি সুজনের  

ছবিঃ ঢাকাপ্রকাশ

অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্যে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এ সময় মানববন্ধনে সুজন ২৮টি দাবি-দাওয়া উপস্থাপন করেন।

শনিবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- দেশজুড়ে সন্ত্রাস, ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়ে গেছে। পাশাপাশি দ্রব্য মূল্যে দিনদিন উর্ধ্বমুখি। যা বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডরোধে সরকারকে আরও কঠোর হওয়ার আহবান জানান সুজনের নেতৃবৃন্দরা।

উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনর বক্তব্য রাখেন- সাংবাদিক শাহ আলম প্রামাণিক, অধ্যাপক আখতার হোসেন খান, প্রধান শিক্ষক আব্দুস সালাম, সুজন সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সুজনের পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রিপন, সাংবাদিক মিজানুর রহমান, ফরমান শেখ প্রমুখ।

এ সময় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইবরাহীম খাঁ’র আলোকিত ভূঞাপুর, প্রতিভা ছাত্র ও যুব সংগঠন, সেবক টাঙ্গাইলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

এনসিপির আত্মপ্রকাশের অনুষ্ঠানে সরাসরি ডাক পায়নি আবু সাঈদের পরিবার

ছবিঃ ঢাকাপ্রকাশ

‘তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর’ ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে এমন আক্ষেপ আবু সাঈদের ভাই আবু হোসেনের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি, যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আবু সাঈদের ভাই আবু হোসেন তার ফেসবুক একাউন্টে এই স্ট্যাটাস দেন।

পোস্টে তিনি বলেন, ‘মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজখবর নেয়নি অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদের কে নিয়ে টানাটানি।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন প্রথম শহীদ আবু সাঈদ। যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে। অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনও এই অবস্থা ভবিষ্যৎতের কথা বাদ দিলাম‌। যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি।’

উল্লেখ্য, আজ শুক্রবার আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল। দলের নাম রাখা হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের আয়োজন করা হয়েছিল।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রমজানে শপিংমল, বাস টার্মিনালে ছদ্মবেশে দায়িত্ব পালন করবে ডিবি সদস্যরা  
টাঙ্গাইলে সংস্কার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবি সুজনের  
এনসিপির আত্মপ্রকাশের অনুষ্ঠানে সরাসরি ডাক পায়নি আবু সাঈদের পরিবার
নির্বাচনে প্রমাণ হবে নাগরিক পার্টির জনসমর্থন: বিএনপি  
জেলেনস্কিকে ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে বললেন রুবিও  
ভোলায় একদিন আগেই রোজা রাখছেন ১০ গ্রামের মানুষ  
কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
হাসিনাকে পাগল বলিয়েন না, তিনি উন্মাদ: শামসুজ্জামান দুদু  
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি  
অভ্যুত্থানে আহত ১৪০১ জনকে ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি  
সন্ধ্যায় জানা যাবে দেশে রমজান শুরু কবে  
এই মুহূর্তে সংসদ নির্বাচন হলে বিএনপি ছাড়া কেউ নির্বাচিত হবে না: টুকু  
জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দিলো ট্রাম্প
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু
রমজানে দিনে হোটেল-রেস্টুরেন্ট বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধের আহ্বান জামায়াত আমিরের
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতায় ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়লেন বাটলার
স্বামীকে হত্যার পর বুকে ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে আত্মহত্যা
শিল্পকলার মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা জামিল আহমেদের
অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ অমিত শাহর
ক্ষমতায় কে যাবে, তা ভারত নয়, নির্ধারণ করবে বাংলাদেশ: হাসনাত