অধিনায়কের মিউজিক্যাল চেয়ারে আছে মাহমুদউল্লাহর নামও!
বিসিবির আজকের বোর্ড সভায় অনেকেই ধারণা করেছিলেন টি-টোয়েন্টি দলের জন্য অধিনায়কের নাম ঘোষণা করা হবে। কারণ, এ মাসেই এশিয়া কাপ। ৮ আগস্ট নাম ঘোষণা করার শেষ দিন। সময়ও খুব বেশি নেই। কিন্তু বোর্ড সভায় এ সব নিয়ে কোনো
আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। তবে এশিয়া কাপের দল ঘোষণার আগেই অধিনায়কের সঙ্গে আলাপ করে নির্বাচকেদের পরামর্শ দিয়ে ছেন বলেও জানান তিনি। তবে কে অধিনায়ক হচ্ছেন তা তিনি বলতে চাননি।
তিনি বলেন, ‘এটা এখন যদি আমি বলে দিই, তাইলে আপনারা সব তো জেনেই যাবে। দল (এশিয়া কাপ) ও নেতৃত্ব দুটোই আপনারা একসঙ্গে জানবেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানানো হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছে। নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়লে কোনো সহ-অধিনায়ক না থাকাতে কাকে অধিনায়ক করা হবে এ নিয়ে দিধায় পড়ে যায় বিসিবি ও টিম ম্যানেজমেন্ট। পরে দলে নিয়মিত জায়গা না হওয়া এবং বিসিবির চুক্তির বাইরে থাকা মোসদ্দেককে এক ম্যাচের জন্য দায়িত্ব দেয় হয়। যা নিয়ে কম-বেশি অনেক সমালোচনা হয়েছে। সামনেই এশিয়া কাপ। এরপর চট-টোয়েন্টি বিশ্বকাপ। লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব বেছে নেওয়ার সময় এসেছে। অধিনায়কের মিউজিক্যাল চেয়ারে চার জনের নাম আছে বলে জানান বিসিবি সভাপতি।
তারা হলেন সাকিব, মাহমুদউল্লাহ, লিটন ও নুরুল হাসান সোহান। এই চারজনের একজন আবার না করে দিয়েছেন। বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘অধিনায়কত্বে তিনটা নাম আছে। এর মধ্যে মাহমুদউল্লাহর নামও আছে। কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়ার আগে কিছু বলা কঠিন। তবে মাহমুদউল্লাহর নাম আছে। সাকিব আল হাসানের নাম নিশ্চিতভাবেই আছে। অস্বীকার করার কিছু নেই। আরও একটি নাম ছিল লিটন দাস। আপনাদের স্ট্রেইট ফরোয়ার্ড বলছি। এখন তো দেখছি নতুন করে যোগ হচ্ছে সোহান। অনেকে মনে করছে সোহানও ভবিষ্যতের অধিনায়ক।’
যাকে অধিনায়ক করা হোক না কেন আগে তার সঙ্গে বসে কথা বলে নেবেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘নতুন অধিনায়ক যাকেই করি তার সঙ্গে তো বসতে হবে আগে। সে হতে চায় কি না সেটাও তো জানতে হবে। যেই চারটি নাম বললাম, এদের মধ্যে একজন অলরেডি না করে দিয়েছেন। আমি বলব না কে? বোর্ড বা ম্যানেজমেন্ট কী চিন্তা করল সেটা যথেষ্ট না। যাদের কথা বলছি তারা হতে চায় কি না সেটাও জানতে হবে।’
তিনি বলেন, ‘একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এখানে কতগুলো ব্যাপার আছে, যাকেই বানাই না কেন, আগে তার সাথে তো কথা বলতে হবে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক করে নিতে হবে। এর সবই বাকি আছে, খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন।’
এমপি/এমএমএ/