বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করায় সাকিবকে নোটিশ পাঠাবে বিসিবি
সাকিব আল হাসান আর বিতর্ক যেন পাশাপাশি। একটি আরেকটির পরিপূরক। ২২ গজের সাকিবকে নিয়ে সমালোচনা করার সুযোগ কমই। কিন্তু মাঠের বাইরের সাকিবকে নিয়ে সমালোচনা যেন নিত্যসঙ্গী। এবার তিনি বিতর্কের জন্ম দিয়েছেন একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। তিনি চুক্তি করেছেন বেটিং প্রতিষ্ঠান বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে। এই জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা বিসিবির নীতিমালার পরিপন্থী। তাছাড়া চুক্তি করার আগে বিসিবির অনুমতিও নিতে হয়। সাকিব তাও করেননি। এ নিয়ে বিসিবির আজকের সভায় আলোচনা হয়েছে।
এ বিষয়ে জানতে চেয়ে বিসিবি সাকিবকে নোটিশ দেবে বলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন। তিনি বলেন, ‘এখানে দুইটা ব্যাপার আছে। প্রথমত, আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ আমরা অনুমতি দেব না। দিস ইজ নম্বর ওয়ান, বেটিং সংক্রান্ত কিছু হয়ে থাকলে অনুমতি দেবই না। এটার মানে হচ্ছে, আমাদের কাছে অনুমতি চায়নি। দুই নম্বর ব্যাপার হচ্ছে, আদৌ চুক্তি করেছে কিনা, এটাও তো আমার জানতে হবে।’ এটা জানতে সাকিবকে নোটিশ পাঠাতে বলেছেন বিসিবি সভাপতি।
২০১৯ সালে অধিনায়ক থাকা অবস্থায় সাকিব জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করার দায়ে আইসিসি কর্তৃক এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এবার তিনি সেই জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন। সাকিব যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছেন সেই বেট উইনার নিউজ বিশ্বব্যাপী ক্রিকেটের নিউজ প্রকাশ করে থাকে। কিন্তু তাদের মাদার প্রতিষ্ঠান সাইপ্রাসভিত্তিক ম্যারিকিট হোল্ডিংসের মালিকানাধীন বেট উইনার মূলত অনলাইনে জুয়া খেলার ব্যবস্থা করে থাকে।
বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের একটা দিক নির্দেশনা দেওয়া আছে কোন ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে না। সেখানে এই প্রতিষ্ঠানও আছে। সাকিব অনুমতি নিতে গেলে পেতেন না। কিন্তু তিনি অনুমতি নেওয়ারই প্রয়োজন মনে করেননি।
এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এটা তো বোর্ড অ্যালাও করবে না। বেটিংয়ের সঙ্গে কোনোরকম সম্পৃক্ত থাকলে বোর্ড অ্যালাও করবে না।’
এমপি/এসজি/