উইন্ডিজে আজ শুরু বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচ
বাংলাদেশ সর্বশেষ চার দিনের ম্যাচ খেলেছিল চার বছর আগে খেলেছিল শ্রীলঙ্কা সফরে। এরপর আজ (বৃহস্পতিবার) তারা আবার চার দিনের ম্যাচ খেলতে নামবে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেনট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে। এই সফরে বাংলাদেশ দুইটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। দুই ফরম্যাটেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন।
বাংলাদেশ ‘এ’ দলকে জাতীয় দল থেকে বাদ পড়া মোহম্মদ মিঠুন নেতৃত্ব দিলেও উইন্ডিজ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তাদের টেস্ট ক্রিকেট দলের বর্তমান সদস্য জসুয়া ডি সিলভা। সর্বশেষ তিনি বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজই খেলেছিলেন।
বাংলাদে দলে যেমন টেস্ট দলের বর্তমান খেলোয়াড় ছাড়াও বাদ পড়া অনেক ক্রিকেটারই আছেন, তেমনি উইন্ডিজ দলেও। জসুয়া ডি সিলভা ছাড়াও বাংলাদেশের বিপক্ষে খেলা ব্যাটসম্যান কেসি কার্টি ও পেসার অ্যান্ডারসন ফিলিপও আছেন এই দলে। আছেন ফাস্ট বোলার শার্মন লুইস ও ব্যাটার জেরেমি সলোজানো। চার দিনের দলের পাশাপাশি একদিনের দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার শিবনারায়ন চন্দরপলের ছেলে ত্যাগনারায়ন চন্দরপল।
চার দিনের ম্যাচের জন্য দুই দল
বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃতুঞ্জয় চৌধুরী, এনামুল হক।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), আলিক আথানেজ, কলিন আর্চবল্ড, ইয়ানিক ক্যারিয়াহ, কেসি কার্টি, ব্রায়ান চার্লস, ত্যাগনারাইন চন্দরপল, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাক, শার্মন লুইস, জেরেমিয়া লুইস, মার্কুইনো মাইন্ডলি, অ্যান্ডারসন ফিলিপ ও জেরেমি সলোজানো।
এমপি/এসএন