মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

পরিবর্তনে বাংলাদেশই ফল পায় না!

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অনেক আগে থেকেই জিম্বাবুয়ের পথ চলা শুরু। তাদের পরে এসে শামিল হয় বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথম টেস্ট খেলে ১৯৯২ সালে, বাংলাদেশ ২০০০ সালে। বাংলাদেশের আগমনের পর জিম্বাবুয়ের কাছে এক সময় নিয়মিত হারত। সময়ের পরিক্রমায় এক সময় বাংলাদেশ নিজেদের অবস্থানের উন্নতি করতে থাকে। জমে উঠে বিশ্ব ক্রিকেটে নিচের দিকে থাকা এ দুই দলের লড়াই।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পেয়েছিল এই জিম্বাবুয়েকে হারিয়েই ২০০৫ সালে চট্টগ্রামে। বহতা নদীর মতো এক সময় বাংলাদেশ জিম্বাবুয়েকে পেছনে ফেলে দেয়। পরিবেশটা এমন হয়ে উঠে যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামলেই বাংলাদেশ জয় পেত। বাংলাদেশের উন্নতির বিপরীতে জিম্বাবুয়ের মান নিচের দিকে নামতে থাকে। এতোটাই নিচে নামে যে এক পর্যায়ে তারা টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসন নিয়ে নেয়। ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে হারারেতে ভারতের বিপক্ষে খেলে সর্বশেষ টেস্ট। এরপর আবার ফিরে আসে ২০১১ সালে। প্রায় ছয় বছর পর ২০১১ সালের আগস্টে ফিরে এসে বাংলাদেশকে পেয়েই তারা বধ করে বসে ১৩০ রানে জিতে।

বাংলাদেশকে বধ করলেও তারা কিন্তু খুব একটা উন্নতি করতে পারেনি। এরপর তারা খেলেছে ৩২টি টেস্ট। জয় পেয়েছে পাঁচটিতে। যার তিনটিই ছিল বাংলাদেশের বিপক্ষে। অপর দুইটি ছিল পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে। বর্তমানে দেশটিতে ক্রিকেটাররা খুব একটা ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন না। তারপরও উন্নতি করতে তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ-সুবিধার অভাব নেই। প্রধান কোচ ছাড়াও আলাদা আলাদা ব্যাটিং কোচ, পেস বোলিং কোচ, স্পিন কোচ, ফিল্ডিং কোচ, সবাই বিদেশি। পাচ্ছেন মোটা অংকের বেতন। ক্রিকেটাররাও কাড়ি কাড়ি অর্থ পাচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্ট ফুলে-ফেঁপে উঠছে। কিন্তু মাঠের পারফরম্যান্স শেয়ার বাজারের পতনের মতো নিম্নমুখী। ঊর্ধ্বমুখী করতে অদল-বদল হচ্ছে অহরহ। কিন্তু তাতে কোনো ফল পাওয়া যাচ্ছে না। যদিও এই অদল-বদল নিয়ে হাজারো প্রশ্ন আছে? কে কখন কিসের ভিত্তিতে দলে ঢুকে পড়ছেন তার কোনো জবাবদিহি নেই। ঘরোয়া ক্রিকেটে একজন ভালো করছে এক ফরম্যাটে, তাকে খেলানো হচ্ছে আরেক ফরম্যাটে। ফলাফল অশ্বডিম্ব।

জিম্বাবুয়ের বিপক্ষে নতুনদের বাজিয়ে দেখতে সিনিয়রদের বাইরে ঠেলে দেওয়া হয়েছিল। কিন্তু সেখানেও বিসিবি স্থির থাকতে পারেনি। তিনটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলানোর সাহস দেখাতে পারেনি টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে হারের পর বিসিবির পায়ের তলার মাটি নড়বড়ে হয়ে পড়ে। ফলে দ্বিতীয় ম্যাচে আনা হয় দুইটি পরিবর্তন। এবার ম্যাচ জিতে। কিন্তু সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ জিততে মরিয়া বিসিবি শেষ ম্যাচে আনে তিনটি পরিবর্তন। এবার ফল পাকেনি। ১৫ জনের স্কোয়াডের তিন ম্যাচে খেলেছেন ১৪ জন। শুধু খেলার সুযোগ পাননি মেহেদি হাসান মিরাজ। এর বাইরে শেষ ম্যাচ ওয়ানডে দল থেকে নিয়ে এসে খেলানো হয় মাহমুদউল্লাহকে। কিন্তু বাংলাদেশের এসব পরিবর্তনে দুইজন ছাড়া আর কেউ সফল হতে পারেননি। একজন হলেন পেসার হাসান মাহমুদ ও স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। বাকিরা ছিলেন চরমভাবে ব্যর্থ। বিপরীতে জিম্বাবুয়ে প্রথম দুই ম্যাচে অপরবর্তিত একাদশ খেলানোর পর শেষ ম্যাচে আনে তিনটি পরিবর্তন। তিনজনই সফল। ম্যাচ জয়ে ছিল তাদের ভূমিকা।

উইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের সেরা একাদশের সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সেরা একাদশে ছিল তিনটি পরিবর্তন। ফিরিয়ে আনা হয় মুনিম শাহরিয়ার, তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্তকে। নাজমুল হোসেন শান্ত ২৫ বলে ৩৭ রান করে মোটামুটি উতরে গেলেও তাসকিন ও মুনিম ভয়াবহ রকমের ব্যর্থ হন। মুনিম করেন চার রান। তাসকিন চার ওভারে ৪২ রান দিয়ে থাকেন উইকেট শূন্য। দ্বতীয় ম্যাচে তাসকিন ও নাসুম আহমেদকে বাদ দিয়ে হাসান মাহমুদ ও শেখ মেহেদি হাসানকে খেলানো হয়। এই দুইজন বেশ ভালোভাবে উতরে যান। মেহেদি হাসান তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। হাসান মাহমুদ চার ওভারে ২৬ রান দিয়ে নেন এক উইকেট। শেষ ম্যাচে বাদ পড়নে মুনিম ও শরিফুল। অধিনায়ক সোহান ইনজুরিতে ছিটকে পড়েন আগেই। এ তিনজনের পরিবর্তে খেলানো হয় পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ ও মাহমুদউল্লাহকে। তিনজনেই চরমভাবে ব্যর্থ বলা যায়। দলের হারে তাদের ভূমিকাই ছিল মূখ্য নাসুম মাত্র দুই ওভারে ৪০ রান দেন। প্রথম বলে উইকেট পাওয়ার পরও দ্বিতীয় ওভারে তিনি দেন ৩৪ রান। এরপর তাকে আর আক্রমণেই আনেননি অধিনায়ক। মাহমুদউল্লাহ নাসুমের মতোই প্রথম বলে উইকেট পাওয়ার পর বল হাতে ভালোই করেন দুই ওভারে আট রান দিয়ে এক উইকেট নিয়ে। কিন্তু আসল কাজে গিয়ে তিনি দলকে ডুবান ২৭ বলে ২৭ রান করে। পারভেজ হোসেন ইমন মাত্র দুই রান করে অভিষেকটাকে অন্ধকারচ্ছন্ন করে তুলেন। আর উইন্ডিজ সিরিজ দিয়ে আবার জাতীয় দলে ফিরে আসার পর এনামুল হক বিজয়ের ব্যর্থতার ভার তো বহন করেই চলেছে দল।

সিরিজ জিততে মরিয়া ছিল জিম্বাবুয়েও। তাই তারা একাদশে আনে তিনটি পরিবর্তন। ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও তানাকা চি ভাংগার পরিবর্তে একাদশে সুযোগ দেয় ভিক্টর নিউয়াচি, ব্র্যাড ইভানস ও জন মাসারাকে। বাংলাদেশের পতন হওয়া আট উইকেটের পাঁচটিই নেন নিউয়াচি ও ইভানস। ইভানস চার ওভারে ২৬ রানে নেন দুই উইকেট। তার দুইটি শিকারই ছিল বড়বড় পরপর দুই বলে মাহমুদউল্লাহ ও অধিনায়ক মোসাদ্দেকের। নিউয়াচি শুরুতেই দুই ওপেনার লিটন ও পারভেজকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেন। পরে ফিরিয়ে দেন শেষের দিকে বিপজ্জনক হয়ে উঠতে থাকা শেখ মেহেদি হাসানকে। এভাবেই তারা দলের জয়ে রাখেন বড় ভূমিকা। এদের তোপের কারণে আরেক বোলার জন মাসার মাত্র এক ওভার বোর্লিং করার সুযোগ পান। রান দেন পাঁচটি।

এভাবেই জিম্বাবুয়ের পরিবর্তনে ফল পাকে, সূর্য উঠে। বাংলাদেশের পরিবর্তনে হতাশা বাড়ে অন্ধকারে নামে!

এমপি/এসএন

 

 

Header Ad

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। একই কারণে চট্টগ্রাম মহানগরীতেও মোতায়েন করা হয়েছে ৬ প্লাটুন বিজিবি।

জানা যায়, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার (২৫ নভেম্বর) বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মূলত চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করছেন তার অনুসারীরা। বিক্ষোভ ঘিরে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সতর্কতামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে।

Header Ad

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে উদ্বেগ জানিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘুদের নিরপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে দেশটি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন নাকচ করার বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আজ মঙ্গলবার ভারতের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে আরো বলা হয়, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এমন ঘটনা ঘটল। বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাটের পাশাপাশি চুরি, প্রতিমা ও মন্দিরের পবিত্রতা নষ্টের একাধিক ঘটনা ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, যারা এই ধরনে ঘটনা ঘটাচ্ছে অপরাধীরা বড় আকারে রয়েই গেছে, এটা দুর্ভাগ্যজনক। শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ আনা উচিত। আমরা শ্রী দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছি।

আমরা শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারসহ বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দু এবং সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানাই।

Header Ad

সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ইনসটে: চিন্ময় কৃষ্ণ দাস)। ছবি: সংগৃহীত

কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানা মহাবিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার ওপর কোনো প্রকার হস্তক্ষেপ বা আঘাত আসলে এবং অবমাননা হয় এমন রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকে, সে যেই হোক, যত বড় নেতাই হোক, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

উপদেষ্টা বলেন, সম্প্রদায় বিবেচনায় নয়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

উন্নয়ন বৈষম্য নিয়ে উপদেষ্টা বলেন, ইতিপূর্বে বাংলাদেশে এলাকাভিত্তিক বৈষম্য ছিল। যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে সেই এলাকায় উন্নয়ন হয়েছে। আমরা বৈষম্য নিরসন করে সারাদেশে উন্নয়ন করতে চাই।

বাজেটসহ অন্যান্য বিষয়ে রংপুরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময় গোপালগঞ্জসহ দুই একটি জেলার উন্নয়ন করা হয়েছে। বাকি জেলাগুলোর সঙ্গে বৈষম্য করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে রংপুরবাসী আর কোনো বৈষম্যের শিকার হবে না।

পরে অসহায়-দুস্থ পরিবারের মাঝে প্রায় ৬০০ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। এ সময় ২৪’র গণঅভ্যুত্থানে শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রী শহীদ মঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন, গার্মেন্টসকর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন।

অনুষ্ঠান শেষে তিনি রংপুরের পীরগাছা ও কুড়িগ্রাম জেলার উলিপুরে তিস্তা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জন্য পানিয়ালের ঘাট এলাকা পরিদর্শন করেন।

এ সময় উলিপুর উপজেলার শতশত মানুষ তাদের দাবি জানাতে পানিয়ালের ঘাটে উপস্থিত হন। এছাড়া নবনির্মিত পীরগাছা উপজেলা পরিষদ ভবন উদ্বোধন করেন তিনি। বিকেলে কাউনিয়া উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কথা রয়েছে উপদেষ্টার।

Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ভারতের বিবৃতি
সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় গ্রেফতার: আসিফ মাহমুদ
সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির
বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন
শাপলা চত্বর গণহত্যায় শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ
এখনও দেশের প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যম ভুল সংবাদ ও গুজব প্রচার করছে : উপদেষ্টা নাহিদ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, নিহত ছয়
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
সিএমপি হেফাজতে ইসকনের চিন্ময় কৃষ্ণ, তোলা হবে আদালতে
মুরগির বাচ্চায় সিন্ডিকেট, দৈনিক হাতিয়ে নিচ্ছে ৯ কোটি টাকা
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
খালেদা জিয়াকে উমরাহ পালনের আমন্ত্রণ সৌদির
লঘুচাপটি নিম্নচাপে পরিণত, চার সমুদ্র বন্দরে সতর্কতা জারি
ইসকন নেতা চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশ সীমান্তে অবরোধের হুমকি পশ্চিমবঙ্গ বিজেপির
বিশ্ববাজারে ৩ শতাংশেরও বেশি কমলো স্বর্ণের দাম
সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা
গাজায় একদিনে ২৪ জন নিহত
৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ