বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান
অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। টেস্ট খেলুড়ে পাঁচটি দেশের সঙ্গে বাছাইপর্ব থেকে আসা এক দল নিয়ে আসর শুরু হবে ২৭ আগস্ট। বাংলাদেশের প্রথম খেলা শারজাহতে ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। ভেন্যু আগেই জানা শ্রীলঙ্কা থেকে সরে সংযুক্ত আরব আমিরাতে। স্বাগতিক অবশ্য শ্রীলঙ্কাই থাকছে।
ছয় দলের আসরে খেলা হবে দুই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তারা খেলবে ‘বি’ গ্রুপে। অপর গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে বাছাইপর্ব থেকে আসা দল। দুই গ্রুপের শীর্ষে থাকা দুইটি করে চারটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার ফোর। সুফার ফোর অনুষ্ঠিত হবে লিগ পদ্ধতিতে। সুপার ফোরের শীর্ষে থাকা দুটি দল ১১ সেপ্টেম্বর খেলবে ফাইনাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে এবারের এশিয়া কাপ হবে একই ফরম্যাটে। গতবার অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। বাংলাদেশ হয়েছিল রানার্সআপ। ২৭ আগস্ট আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। পর দিনই দুবাইতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় খেলা ১ সেপ্টেম্বর দুবাইতে।
প্রতিটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় ৮টায়। দুবাই ও শারজাহতে খেলা হলেও অধিকাংশ ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইতে। ১৩টি খেলার মধ্যে শারজাহতে মাত্র চারটি খেলা।
বাছাই পর্বে খেলব চারটি দল। দলগুলো হলো হংকং, সিঙ্গাপুর কুয়েত ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এই খেলাগুলো অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৬ আগস্ট পর্যন্ত।
এমপি/আরএ/