তিনজনকে দিয়ে সোহানের শূন্যস্থান পূরণ!
এতোদিন বলা হতো সাকিব আল হাসান না খেললে তার জায়গা পূরণ করতে দুই জন ক্রিকেটারকে দলে নিতে হয়। কিন্তু নুরুল হাসান সোহান পেছনে ফেলে দিয়েছেন সাকিব আল হাসানকে! তার জায়গা পূরণ করতে তিনজন ক্রিকেটারের প্রয়োজন পড়েছে। এই তিনজন হলেন অধিনায়ক হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকত, উইকেট কিপার হিসেবে এনামুল হক বিজয় ও ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ। মোসাদ্দেক ও এনামুল দলেই ছিলেন। প্রথম দুই ম্যাচ খেলেছেনও। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ দলেই ছিলেন না। জিম্বাবুয়ে সফরে তার অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি বিশ্রামের কথা বলে দলেও রাখা হয়নি। মাত্র দুই ম্যাচ পর ফিরলেন তিনি সেরা একাদশে।
নুরুল হাসান সোহান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হাসান মাহমুদের বল গ্লাভস বন্দি করতে গিয়ে বঁাহাতের তর্জনিতে ব্যথা পেয়েছিলেন। পরে সেই ব্যথা নিয়েই তিনি ইনিংসের বাকি সময় কিপিং করে যান। পরে এক্সরে করার পর চিড় ধরা পড়ে। যা সেরে উঠতে তার সময় লাগবে তিন সপ্তাহ।
এমপি