এবার মুক্তিযোদ্ধা সংসদকে নিষিদ্ধ করল বাফুফে
বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার পর এবার ফেডারেশন কাপ থেকে নিষিদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাফুফের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকে বাইলজের ধারা ১৯.৩ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী বছর ফেডারশেন কাপে খেলতে পারবে না এই ক্লাবটি। নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আগামী এক মাসের মাঝে সেই টাকা জমাও দিতে হবে।
এবারের ফেডারেশন কাপের আসরে মুক্তিযোদ্ধা সংসদের খেলা ছিল ২৬ ডিসেম্বর। প্রতিপক্ষ ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে উপস্থিত থাকলেও মুক্তিযোদ্ধা সংসদ আসেনি। ডিসিপ্লিনারি কমিটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে বিজয়ীও ঘোষণা করেছে।
এবারের আসর শুরু হওয়ার আগে হঠাৎ করে বসুন্ধরা কিংস কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিগাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে খেলবে না বলে বাফুফেকে চিঠি দিয়েছিল। সেখানে একটি ক্লাবের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণের কথাও আরেকটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তাদেরকে অনুসরণ করে পরে উত্তরা বারিধারাও বাফুফেকে চিঠি দিয়েছিল। এই দুই দলের খেলা ছিল আসরের প্রথম দিন শনিবার। বসুন্ধরা কিংসের স্বাধীনতা সংঘ ও বারিধারার আবাহনী লিমিটেডের বিপক্ষে খেলা ছিল। তাদের বিপক্ষেও বাফুফের ডিসিপ্লিনারি কমিটি একই রকম সিদ্ধান্ত নিয়েছিল।
এমপি/এসআইএইচ