বিপিএলে ফ্রাঞ্চাইজিদের সঙ্গে ৩ বছরের চুক্তিতে বিসিবি
বাংলাদেশ বিপিএল শুরু হয়েছে এক দশক হতে চলেছে। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে দাঁড়াতে পারেনি। এক এক বছর এক এক প্রতিষ্ঠান ফ্রাঞ্চাইজির ভুমিকা পালন করে থাকে। কিন্তু আগামীতে তিন বছরের জন্য ফ্রাঞ্চিইজি স্বত্ত্ব বিক্রি করার সিন্ধান্ত গ্রহণ করেছে বিসিবি। আজ বোর্ড সভায় নেওয়া হয় এই সিন্ধান্ত। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। কারণ, ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩ বছরের জন্য দল দেবো। এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে।’ তিনি বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য দল দিলে ফ্র্যাঞ্চাইজিদের নিজেদের পরিকল্পনা ঠিক করার সময় পায়। সেটা বিবেচনা করে সামনে আগের মতো সব থাকবে, তাও না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয়গুলো পরিস্কার করেই বিজ্ঞাপন দেবো। টার্মস ও কন্ডিশনগুলো কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’
এই তিন বছরের চুক্তি হবে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত। এই তিন বছরের সূচিও চূড়ান্ত করা হয়েছে। ২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের মেয়াদ হবে ৪৩ দিনের। এ ছাড়া ২০২৪ সালে দশম আসর হবে ৩২ দিনের। ৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের আসর শুরু হবে বছরের প্রথম দিনই। মেয়াদ ৪২ দিনের। শেষ হবে ১১ ফেব্রুয়ারি।
আগামী আসর বিসিবির ইচ্ছে আছে সাত দল নিয়ে আয়োজনের। গত আসর হয়েছিল ছয় দলের। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উপলক্ষে এইআসরের নাম দেয়া হয়েছিল বঙ্গবন্ধু বিপিএল। বিসিবি এক বছরের জন্য দলগুলো বিক্রি করেছিল। এর আগের আসর হয়েছিল শুধুমাত্র দেশি ক্রিকেটারদের নিয়ে পাঁচ দলের।
এমপি/এএস