করোনামুক্ত হেরাথ
নতুন করে বাংলাদেশের সঙ্গে দুই বছরের চুক্তি করার পর স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা থেকেই সরাসরি নিউ জিল্যান্ড গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। কিন্তু তিনি সেখানে যাওয়ার পর করোনায় আক্রান্ত হন। এর ফলে বাংলাদেশ দলের পূর্ব-নির্ধারিত সব সূচি ওলট-পালট করে দিয়েছিলেন। বেড়ে গিয়েছিল বাংলাদেশ দলের কোয়ারেন্টিনের সময়। অবশেষে সেই হেরাথ এখন করোনামুক্ত।
করোনামুক্ত হয়ে আজ রবিবার (২৬ ডিসেম্বর) দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আবার মাঠে ফিরতে পেরে উচ্ছ্বাসিত এই স্পিন কোচ।
হেরাথ বলেন, ‘আজ দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। গত দুইটি সপ্তাহ আমি খুবই কঠিনভাবে পার করেছি।’
করোানকালে সব সময় তার খোঁজ-খবর রাখার জন্য বিসিবি ও নিউ জিল্যান্ড স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন হেরাথ। তিনি বলেন, আমি বিসিবি ও নিউ জিল্যান্ড স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাই তারা যেভাবে আমার খোঁজ-খবর নিয়েছে। এখন আমি টেস্ট সিরিজের দিকে পূর্ণ মনযোগ দিতে চাই।’
এমপি/এসআইএইচ