ফেডারশেন কাপ নিয়ে অটল বাফুফে
ফেডারেশন কাপ চালিয়ে নিতে অনঢ় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেসব দল মাঠে আসবে তাদের নিয়েই আসর চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মোর্শেদী।
বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘টুর্নামেন্ট তার স্বাভাবিক গতিতে চলবে। যারা খেলতে আসেনি তাদের ব্যাপারে ডিসিপ্লিনারী কমিটি সিদ্ধান্ত নেবে।’
শনিবার (২৫ ডিসেম্বর) থেকে মাঠে গড়ানোর কথা ছিল এবারের আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। দ্বিতীয় ম্যাচ ছিল উত্তরা বারিধারা ও চট্টগ্রাম আবাহনীর মাঝে। কিন্তু প্রথম ম্যাচে বসুন্ধরা কিংস মাঠেই আসেনি। স্বাধীনতা সংঘ মাঠে এসে যথারীতি ওয়ার্ম আপ করে ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে যায়। রেফারিরাও মাঠে চলে আসেন। কিন্তু বসুন্ধরা কিংস আর আসেনি। কারণ তারা আগের দিনই বাফুফেকে জানিয়ে দিয়েছিল কমলাপুর টার্ফে খেলবে না। এছাড়া কারণ হিসেবে ঘোষিত সূচি পরিবর্তনের কারণও দেখিয়েছিল।
তাদেরকে(বসুন্ধরা কিংস) অনুসরণ করে আজ দুপুরে না খেলতে চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছে বারিধারা
ক্লাবও। প্রতিপক্ষ ছিল আবাহনী লিমিটেড। পরে তারাও মাঠে আসেনি। ফলে প্রথম দিনের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হতে পারেনি।
এমপি/এসআইএইচ