মাহফিজুলের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ
মাহফিজুল ইসলাম রবিন ও এসএম মেহরবের ব্যাটিং নৈপুন্যে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। তাদের সংগ্রহ ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৯১ রান। জিততে হলে এই পাহাড় সমান রান টপকাতে হবে কুয়েতকে।
শনিবার (২৫ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন বাংলাদেশের যুবারা। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় কুয়েত। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের যুবাদের। কারণ ৫ ওভার না পেরুতেই ওপেনার ইফতেখার হোসেন আউট হয়ে সাজঘরে ফিরে যান। মাত্র করেন ২ রান। তবে শুরু থেকেই একপ্রান্ত আগলে রেখে তিন অঙ্কের ঘরে পৌঁছান ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। আউট হওয়ার আগে ১১৯ বলে ১১২ রানের ইনিংস খেলেন। আর শেষ দিকে ২৪ বলে ৪২ রানের ঝড় তোলেন মেহরব।
এই দুজন বাদে দলের জন্য কেউই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি। কারণ বাকি ব্যাটসম্যানদের কেউ অর্ধশতকের কাছাকাছি পৌঁছাতে পারেনি। তাদের মধ্যে তিনজন সর্বোচ্চ রান করেন। আইচ মোল্লা ২০, আরিফুল ইসলাম ২৩ ও তাহজিবুল ইসলাম ২৫।
ফলে মাহফিজুলের ১১২ ও মেহরবের ৪২ রানের সুবাদে ৪৯.২ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২৯১ রান।
এদিকে কুয়েতের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেন আব্দুল সাদিক। তিনি নেন তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট নেন মোহাম্মদ উমর ও হেনরি থমাস।
এসআইএইচ/