বঙ্গবন্ধু ভলিবলে বাংলাদেশের জয়, বঙ্গমাতায় হার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও মহিলা ভলিবল চ্যালেঞ্জ কাপের আসরের প্রথম দিন জয়-পরাজয়ের মিশ্র অনুভূতি দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ছেলেদের বিভাগে জয় পেলেও মেয়েদের বিভাগে হারের নোনা স্বাদ পেয়েছে।
ছেলেদের বিভাগে নেপালকে ৩-০ ব্যবধানে হার মানায়। আর মেয়েদের বিভাগে একই ব্যবধানে হার মানে কিরগিস্তানের কাছে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন বানিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় আরও উপস্থিত ছিলেন ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউনুস, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ভলিবল এশিয়ান সেন্ট্রাল জোনের সভাপতি মো. লতিফ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনসহ অনেকেই।
ছেলেদের বিভাগে নেপাল লড়াই করলেও কোনো সেট জিততে পারেনি। প্রথম সেটে বাংলাদেশ জয় পায় ২৫-১৭ পয়েন্টে। পরের সেটও জিতে নেয় একই ব্যবধানে। তৃতীয় সেটে নেপাল চেষ্টা করেছিল ঘুরে দাঁড়াতে। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। শুধু পয়েন্ট বাড়াতে পেরেছিল ২। বাংলাদেশ জিতে ২৫-১৯ পয়েন্টে।
মেয়েদের তৃতীয় গেমে মাঠে নেমেছিল বাংলাদেশ। হারার আগে লড়াই করেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম সেটে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কিরগিস্তানের বিপক্ষে। হার মেনেছিল ১৩-২৫ পয়েন্টে। দ্বিতীয় সেটে ১৯ পয়েন্ট পর্যন্ত যেতে পেরেছিল। তৃতীয় সেট হারলেই ম্যাচ হাত ছাড়া। ঠিকে থাকতে হলে যে কোনো মূল্যে জিততে হবে। সে লক্ষ্যে কিরগিস্তানের খেলোয়াড়দের ম্যাচ জিততে ঘাম ঝরিয়ে ছাড়ে। পরে হার মানে ২৪-২৬ পয়েন্টে।
মেয়েদের বিভাগে দিনের অন্য খেলায় উজবেকিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে এবং নেপাল তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩-২ সেটে নেপালকে পরাজিত করে।
এবারের আসরে পুরুষ বিভাগে ৫টি ও মেয়েদের বিভাগে ৬টি দল অংশ গ্রহণ করছে। পুরুষ বিভাগে উজবেকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ এবং মেয়েদের বিভাগে নেপাল, শ্রীলংকা, কিরগিজস্তান, উজবেকিস্তান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।
এমপি/এমএমএ/