ফেডারেশন কাপের ৩৩তম আসর শুরু হচ্ছে শনিবার
বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হয় ফেডারশেন কাপ ফুটবল আসরের মধ্যদিয়ে। এবার সেখানে ব্যতিক্রম। মৌসুম শুরু হয়েছে স্বাধীনতা কাপ আসর দিয়ে। আর এই আসর দিয়ে শুরু করার কারণ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে।
স্বাধীনতা কাপ শেষ হয়েছে ১৮ ডিসেম্বর। এক সপ্তাহ না যেতেই মাঠে গড়াতে যাচ্ছে ফেডারশেন কাপের ৩৩তম আসর। ১২ দলের আসরে অংশ নেওয়া সবগুলো দলই প্রিমিয়ার বিভাগ ফুটবল লিগের। স্বাধীনতা কাপেও ১২ দল ছিল। সেখানে চারটি দল ছিল আমন্ত্রিত।
ফেডারেশর কাপকে সামনে রেখে আজ বাফুফে ভবনে ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম, বাফুফের কার্যনির্বাহী সদস্য টিপু সুলতান, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ আরও অনেকে।
প্রিমিয়ার লিগের শীর্ষ দলকে শীর্ষ বাছাইয়ে রেখে গ্রুপিং করা হয়। এই চারদল ছিল বসুন্ধরা কিংস, শেখ জামাল, আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং। বসুন্ধরা ‘এ’, আবাহনী ‘বি’, সাইফ স্পোটিং ‘সি’ ও শেখ জামাল ধানমণ্ডি ক্লাব পড়েছে আছে ‘ডি’ গ্রুপে। প্রতি গ্রুপে তিন দল। চার গ্রুপের শীর্ষ ৮ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। পরে সেমি ফাইনাল ও ফাইনাল।
বসুন্ধরার সঙ্গে আছে মোহামেডান ও স্বাধীনতা ক্রীড়া সংঘ। আবাহনীর গ্রুপে পড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও উত্তরা বারিধারা ক্লাব। সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ পুলিশ। শেখ জামাল খেলবে রহমতগঞ্জ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে।
এমপি/এমএমএ/