চট্টগ্রাম চ্যালের্ঞ্জাসের প্রথম পছন্দ নাসুম
এবারের বিপিএলে ড্রাফ্টের বাইরে একজন করে দেশি ক্রিকেটারকে সরাসরি নেওয়ার সুযোগ আছে ফ্রাঞ্চাইজিদের। ফ্রাঞ্চাইজিরা এই সুযোগকে কাজে লাগান আইকন ক্রিকেটারদের মাঝ থেকে একজন করে নিয়ে। কিন্তু এবার বিপিএল গর্ভনিং কাউন্সিল কোনো আইকন ক্রিকেটার রাখেনি। তারপরও এক একটা ফ্রাঞ্চাইজিতে আগে যারা আইকন ক্রিকেটার হিসেবে ছিলেন, তাদের সাথেই কথা চুড়ান্ত করছেন। কেউ কেউ চুড়ান্ত করেই ফেলেছেন। এর এখানেই ব্যতীক্রম দেখিয়েছে চট্টগ্রাম চ্যালের্ঞ্জাস। তারা সরাসরি নাসুম আহমেদকে নিয়ে চমক দেখিয়েছে।
নাসুম আহমেদ এর আগে বঙ্গবন্ধু বিপিএলে খেলেছিলেন চট্টগ্রামের হয়ে। সেখান থেকে তিনি নৈপুণ্যের ঢালি মেরে ধরে সুযোগ করে নেন জাতীয় দলে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ জয়ে তিনিই ছিলেন নায়ক। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত খেলার সুযোগ পাননি। সংক্ষিপ্ত ফরম্যাট থেকে লঙ্গার ভার্সন ম্যাচেও মাসুমের নৈপুণ্য উদ্ভাসিত। এবার বিসিএলে তিনি দেখিয়ে চলেছেন অসাধারণ নৈপুন্য। দুই রাউন্ড খেলেছেন। দুই রাউন্ডেই আছে পাঁচটি করে উইকেট। তার এমন নৈপুণ্য চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি তারকার পিছে ছুটেননি। তাকেই বেছে নিয়েছেন।
তাকে দলে নেয়া প্রসঙ্গে চট্টগ্রাম চ্যালের্ঞ্জাসের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান বলেন,'টি-টোয়েন্টি ফরম্যারে অপরিহার্য এই স্পিনারের উপরই সবার আগে আমাদের আস্থা। নতুন আসরের জন্য আমরা নাসুমকেই বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিংয়ে।'
প্রধান কোচ হিসেবে পল নিক্সন ও বোলিং কোচ হিসেবে শন টইটকে দেখা যাবে চট্টগ্রাম চ্যালের্ঞ্জাসে।
এমপি/কেএফ/