নেতৃত্ব পেলে সাকিবের মাঝে পরিবর্তনও আসতে পারে: সুজন
সাকিবের টেস্ট খেলার প্রতি আগ্রহ কম-এটা নতুন কিছু নয়। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া নিয়েও কম পানি গোলা হয়নি। অনেক নাটকের পর শেষ পর্যন্ত সাকিব দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন টেস্ট খেলতে। এরপরই বিসিবির বিভিন্ন পর্যায়ের কর্তাদের কন্ঠ থেকে উচ্চারিত হচ্ছে সাকিব টেস্ট খেলতে চায় বেশি। তাদের কথা শুনে মনে হবে সাকিবের টেস্ট খেলার প্রতি অনীহা কল্প কাহিনী। এ নিয়ে যে ক্রীড়াঙ্গণে তোলপাড় হয়েছে তা সবই গুঞ্জন। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছেন বিসিবির পরিচালক ও টি ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন সাকিব অন্য যে কোনো ফরম্যাটের চেয়ে টেস্ট খেলতে চায় বেশি আজ তিনি মিরপুরে সাংবাদিকদের বলেন, ‘সাকিব সব সময় টেস্ট খেলতে চায় এখন। আমি জানি না কেন কথাটা বারবার আসে, সাকিব টেস্ট খেলতে চায় না। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, ‘সে বলে আমি অন্য ফরম্যাটের থেকে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই।’ সাকিব এখন শুধু নিয়মিত টেস্ট খেলার প্রতিই আগ্রহ দেখাননি, বিসিবি আবার হাতেই নেতৃত্বে ঝান্ডা তুলে দিতে যাচ্ছে। যদি অস্বাভাবিক কিছু না ঘটে তা’হলে বিসিবির পরিচালনা পর্ষদের আগামীকালকের সভাতেই আসতে পারে টেস্ট ক্রিকেটে সাকিবের নেতৃত্বের বিষয়টি। সাকিবের টেস্ট অধিনায়ক হওয়ান নিয়ে খালেদমাহমুদ সুজন বলেন, ‘যদি সাকিব খেলতে চায়, সাকিব (নেতৃত্ব) দিতে চায়, আমি মনে করি সেটা সাকিবেরও একটা পরিবর্তন আসতে পারে। আমি বলছি না সাকিবই টেস্ট ক্যাপ্টেন হবে বা তামিমও আছে। মাহমুদউল্লাহ যেহেতু ছেড়ে দিয়েছে, মুশফিকও আছে। তবে সে নেবে কী না সেটা বড় ব্যাপার। তো কে হবে আমি জানি না।’
খালেদ মাহমুদ সুজন মনে করেন নতুন যাকেই দায়িত্ব দেয়া হবে তাকে অন্তত দুই বছরের জন্য দেয়াটা হবে গুরুত্বপূর্ণ। সাকিবকে দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ উন্নতি করতে পারবে কি-না জানতে চাওয়া হলে সুজন বেশ দৃঢ়তার সঙ্গে হ্যাঁ বলেন। তিনি বলেন, ‘ অবশ্যই। ইনজুরি, ফিটনেস এগুলো অনেক কিছুই মেটার করে। সাকিব খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। আমার মনে হয় সে টেস্ট ম্যাচ উপভোগ করে। এটার প্রমাণ হিসেবে আমি মনে করি দুটো টেস্ট ম্যাচে সাকিব যে পরিমাণ বল করেছে, কবে সাকিব একটানা এতো বোলিং করেছে আমার মনেও নেই। আমাদের ভয় ছিল দুটো টেস্ট ম্যাচে সাকিব বেশি বোলিং করবে না, কিন্তু সে প্রমাণ করেছে নিজেকে। ম্যাচের আগে ওর ফিটনেস নিয়ে অনেক কথা উঠেছিল। আমি মনে করি যে বল হাতে সাকিব অলওয়েজ গ্রেট। ব্যাট হাতে তেমন বড় কিছু করতে পারেনি। আমি মনে করি ও দায়িত্ব পেলে...ও তো এখনও ক্রিকেট খেলতে চায় আরো দুই/তিন বছর খেলবে। যতদিনই খেলে উচিত বাংলাদেশের জন্য কিছু করা।
এমপি/