৪ ঘণ্টার লড়াই শেষে জকোভিচকে হারিয়ে সেমিফাইনালে নাদাল
বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচকে হারিয়ে ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন রাফায়েল নাদাল।
একে অপরের বিপক্ষে লড়াই চলে ৪ ঘণ্টা ১২ মিনিট। ম্যারাথন এই লড়াই শেষে ৬-২, ৪-৬, ৬-২, ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতেন তিনি।
বর্তমান বিশ্বের সেরা এই দুই টেনিস তারকার লড়াই দেখতে মঙ্গলবার রাতে রোলা গাঁরোয় হাজির হয়েছিল ভক্তরা। ম্যাচ শুরুর আগে অনেকেই এগিয়ে রেখেছিলেন জকোভিচকে। কিন্তু দেখা গেল উল্টো চিত্র। প্রথম সেটেই সার্বিয়ান এই তারকাকে ৬-২ ব্যবধানে হারান নাদাল।
দ্বিতীয় সেটে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেন জকোভিচ। এই সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে যান নাদাল। তবে বেশিক্ষণ এগিয়ে যাওয়ার আনন্দ ধরে রাখতে পারেননি তিনি। নাদালের ডাবল ফল্টে ম্যাচে ফিরতে শুরু করেন জকোভিচ। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতেন এই সার্বিয়ান টেনিস তারকা।
তৃতীয় সেটে ফের এগিয়ে যান নাদাল। জিতেন ৬-২ ব্যবধানে। যদিও এই সেটটি জিততে সময় নিয়েছেন ৪১ মিনিট।
চতুর্থ সেটের শুরুতে আবার ৩-০ তে এগিয়ে যান জকোভিচ। এই সেটেও ধীরে ধীরে এগুতে থাকেন নাদাল। একটা সময় সমতায় ফিরলে ব্যবধান দাঁড়ায় ৫-৫ হল, ৬-৬ হল। এর ফলে ম্যাচ গড়াল টাইব্রেকারে। এখানেই শেষ বাজিমাত মারেন নাদাল। টাইব্রেকারে প্রতিপক্ষকে ৪-৭ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন।
এসআইএইচ