শচীনের আইপিএলের সেরা একাদশে নেই কোহলি-রোহিত
আইপিএলের ১৫তম আসরের শিরোপা জিতেছে গুজরাট টাইটান্স। ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের অভিষেকেই বাজিমাত করেছে তারা। আইপিএলের এবারের আসরে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় পছন্দের একাদশ সাজিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।
আইপিএল শেষ হওয়ার পরদিন অর্থাৎ সোমবারই শচীন নিজের পছন্দের সেরা একাদশ বাছাই করলেন। তবে এই একাদশে জায়গা পাননি বিরাট কোহলি-রোহিত শর্মার মতো তারকারা। মূলত এবারের আসরে ভালো পারফর্ম করতে না পারায় তাদের একাদশে রাখেননি শচীন।
নিজের পছন্দের একাদশের অধিনায়ক হিসেবে শচীন রেখেছেন হার্দিক পান্ডিয়াকে। হার্দিকের নেতৃত্বেই অভিষেক আইপিএল আসরে শিরোপা জিতেছে গুজরাট।
একাদশের ওপেনিং জুটিতে বাঁহাতি ও ডানহাতি কম্বিনেশন রেখেছেন শচীন। ওপেনার হিসেবে তিনি রেখেছেন পাঞ্জাব কিংসের শিখর ধাওয়ান ও রাজস্থান রয়্যালসের জস বাটলারকে। এবারের আইপিএলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তারা।
শচীনের পছন্দের একাদশে তিনে জায়গা পেয়েছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। শচীনের মতে, পাওয়ার হিটিং এবং ঠাণ্ডা মাথায় রান বের করে নিতে পারেন রাহুল। চারে আছেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে হার্দিকের নজরকাড়া ইনিংসের প্রশংসা করেছেন শচীন।
একাদশে পাঁচ ও ছয়ে আছেন যথাক্রমে গুজরাটের ডেভিড মিলার ও পাঞ্জাবের লিয়াম লিভিংস্টোন। তারা দুজনই বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। একাদশে উইকেটরক্ষক হিসেবে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দীনেশ কার্তিক। এবারের আসরে কার্তিকের পারফরম্যান্সের প্রশংসা করেছেন শচীন।
আটে শচীনের পছন্দ গুজরাটের রশিদ খানকে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দেওয়ার দক্ষতার জন্যই তাকে একাদশে রেখেছেন শচীন। গুজরাটের আরেক বোলার মোহাম্মদ শামি জায়গা করে নিয়েছেন নয়ে। ডেথ ওভারে দুর্দান্ত বোলিংয়ের জন্য দশে শচীনের পছন্দ মুম্বাই ইন্ডিয়ান্সের জাসপ্রিত বুমরাহকে। আর একাদশের শেষ খেলোয়াড় হিসেবে রাজস্থানের যুজবেন্দ্র চাহালকে বেছে নিয়েছেন শচীন।
এসজি/