উইন্ডিজ সফরে অন্য কোচরা স্পিনারদের দেখে রাখবেন-হেরাথ
শ্রীলঙ্কা সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা এখন ছুটিতে আছেন। কোচিং স্টাফদের কেউ কেউ চলে গেছেন নিজ নিজ দেশে। সেখোন থেকে তারা উইন্ডিজে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। আর ক্রিকেটারদের কেউ কেউও দেশের বাইরে গেছেন ছুটিতে। এদের মাঝে একামাত্র সাকিব ছাড়া বাকিরা দেশে ফিরে এসে দলর সঙ্গে উইন্ডিজ যাবেন। সাকিব যুক্তারাষ্ট্র থেকে যাবেন উইন্ডিজ। এদিকে বিদেশি কোচিং স্টাফরা ছুটিতে গেলেও হেরাথ রয়ে গেছেন বাংলাদেশেই। এখানে তিনি নতুন স্পিনারের খোঁজে চার দিনের সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্প করাচ্ছেন। কিন্তু এই ক্যাম্প শেষে হলে তিনি আবার জাতীয় দলের সঙ্গে উইন্ডিজ যাবেন না। পরিবারকে সময় দিতে ছুটে যাবেন শ্রীলঙ্কা। তার অনুপস্থিতিতে কোচ রাসেল ডোমিঙ্গো ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন স্পিন বোলিং কোচের দায়িত্ব পালন করবেন।
হেরাথের অনুপস্থিতিতে দলের উপর খুব একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তিনি। আজ নতুন মুখে সন্ধানে স্পিন বোলিং ক্যাম্পের প্রথম দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন,‘স্পিনার এবং অন্যান্য কোচের সাথে আমার ভালো কথা হয়েছে। আমি নিশ্চিত এই সফরে কোচ যারা যাচ্ছেন তারা স্পিনারদের দেখ-ভাল করবেন।’ তিনি জানান ওয়েস্ট ইন্ডিজ সফর স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তাদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে জানিয়ে হেরাথ বলেন, ‘আপনি উইন্ডিজ অথবা বাংলাদেশ যেখানেই খেলেন না কেন আপনার মানসিকতা এমন হওয়া উচিত আপনার একটা দায়িত্ব আছে, আপনার একটা ভুমিকা আছে। এটি হতে পারে ঘাসযুক্ত ট্র্যাক, হতে পারে ফ্লাট কিংবা স্পিনারদেরও সহায়তা করতে পারে। আপনাকে পরিস্থিতির উপর নির্ভর করে আপনার শক্তি ও ভুমিকা রাখতে হবে।’
সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘সে জানেন যে তিনি সর্বদা মার্ক করেন। তাকে শুধু ফিটনেস নিয়ে ভাবতে হবে। যদি সে তার ফিটনেস ঠিক রাখতে পারে তবে সে অনেক দূর যেতে পারবে। উইন্ডিজ সফরে দলের সঙ্গে না গিয়ে নিজ দেশে ফিরে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে দেশে ফিরে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে। আমার পরিবার এই মুহুর্তে ঠিক আছে তবে আমাদের দেশটি কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি আশা করি কয়েক মাসের মধ্যে দ্রুত ভাল হয়ে যাবে।’
এমপি/এএজেড