লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রিয়ালের
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হেরে আবারও স্বপ্ন ভাঙল লিভারপুলের। শনিবার রাতে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষকে ১-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিজেদের করে রাখে তারা।
এদিন গোলের উদ্দেশে ২৪টি শট নেয় লিভারপুল। এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। তবে রিয়াল গোলরক্ষক কর্তোয়ার অতিমানবীয় সেভের কারণে প্রতিবারই গোল বঞ্চিত থাকতে হয় অলরেডদের। পক্ষান্তরে রিয়াল মোট ৪টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল দুটি। এর মধ্যে একটিতে গোল পেয়ে যায় তারা।
ম্যাচের শুরুর দিকে দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও রিয়াল গোলরক্ষক কর্তোয়ার কারণে গোলশূন্য থাকতে হয় লিভারপুলকে। ১৬ মিনিটের মাথায় মোহামেদ সালাহর ক্লোজ রেঞ্জের শট বাঁদিকে ঝাঁপিয়ে দলকে বাঁচান কর্তোয়া। পাঁচ মিনিটের মাথায় আবারও সাদিও মানের শট তার হাতের ছোয়ায় বল গিয়ে লাগে পোস্টে।
এদিকে বিরতিতে যাওয়ার আগে ৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। সেটিকে কাজেও লাগিয়েছিল রিয়ালের বেনজেমা। তবে অফসাইডের কারণে শেষ পর্যন্ত গোল পায়নি রিয়াল।
দ্বিতীয়ার্ধেও রিয়াল গোলরক্ষক কর্তোয়ার কারণে সুযোগ হাতছাড়া হয় লিভারপুলের। ৫৪ মিনিটে আলেকজান্ডার-আর্নল্ডের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন কর্তোয়া। উল্টো ৫৯ মিনিটে গোল খেয়ে বসে অলরেডরা।
ভালভার্দের পাস খুঁজে পায় ভিনিসিয়াস জুনিয়রকে। আলতো ছোঁয়ায় সেটিকে গোলে পরিণত করেন রিয়ালের এই ব্রাজিলিয়ান তারকা। এতে করে ১-০ তে এগিয়ে যায় দলটি। বাকি সময়ে আর কোনও গোল না হলেও ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা অর্জনের কৃতিত্ব নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।
এসআইএইচ