দেশবাসীর জন্য উপাহার নিয়ে গেলেন লঙ্কানরা
বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কার সিরিজ জয় নতুন কিছু নয়। পরিসংখান বলে বাংলাদেশ থেকে কখনো খালি হাতে ফিরেনি তারা। এবারও তাই হয়েছে। কিন্তু এবারের সিরিজ জয় তাদের জন্য অন্যরকম গুরুত্ববহন করছে।
কারণ রাজনৈতিক ও অর্থনৈতিক টানপোড়নে শ্রীলঙ্কার জনগনের দৈনান্দিন জীবন যাত্রা বিপর্যস্ত। লঙ্কানরা বাংলাদেশে এসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের দুই টেস্টের সিরিজ জিতে নিয়েছে ১-০ ব্যবধানে।
কিন্তু খোঁজ নিলে জানা যাবে সিরিজের খেলা দেখাতো দূরের কথা, খবরও অনেকে রাখেননি। তবে লঙ্কান ক্রিকেটাররা মনে করে দেশের এ রকম পরিস্হিতি এই সাফল্য অনেক বড় প্রাপ্তি। সেই প্রাপ্তি নিয়েই আজ তারা বেলা ১২টা ৫৫ মিনিটে লঙ্কান একটি এয়ার লাইনসে ঢাকা ছাড়ে।
দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট চাপে থেকে সফরকারীরা শেষ পর্যন্ত ড্র করতে পারলেও ঢাকা টেস্ট আবার উল্টা স্বাগতিকদের রেখে ১০ উইকেটে জয়ী হয়। এই জয়ই তাদের সিরিজ জয়ও নিশ্চিত করে।
গোটা সিরিজই ছিল লঙ্কান ক্রিকেটারদের দাপটে ভরা। দুই টেস্টেই ম্যাচ তাদের ক্রিকেটার আ্যন্জেলো ম্যাথিউস ও আশিথা ফার্নান্ডো। ম্যাথিউস দুই টেস্টই সেঞ্চুরি করেন ১৯৯ অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলে।
আশিথা দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে ৫, পরে টেস্ট ১০ উইকেট নেন। সিরিজ সেরাও হয়েছেন লঙ্কান ম্যাথিউস।
এমপি/এমএমএ/