গুরুত্বপূর্ণ সময়ে আমরা ভালো করতে পারছি না: মুমিনুল
ফাইল ছবি
সাধারণত খেলা শেষে দলের অধিনায়কই সংবাদ সম্মেলনে এসে থাকেন। তবে এটা বাধ্যতামূলক নয়। অধিনায়ক আসলে যে কোনো বিষয়ে তার কাছে জানা যায়। যা অন্যরা আসলে জানা সম্ভব হয় না। ঢাকা টেস্টে বাংলাদেশ দল ১০ উইকেটে হারের পর মুমিনুল আসেননি। এসেছিলেন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
তবে মুমিনুল এসেছিলেন পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সেখানে তিনি কথা বলেন। সেখানে তিনি জানান, প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন দাসের জন্য তার খুবই খারাপ লাগছে। তিনি বলেন, 'মুশি আর লিটনের জন্য আমার খুব খারাপ লাগছে। তারা খুব ভালো খেলেছে। কিন্তু লঙ্কানরা নতুন বল হাতে নেওয়ার পর আমাদের চেপে ধরেছিল। আমাদের অনেক পরিশ্রম করতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে আমরা ভালো করতে পারছি না। হেরে যাচ্ছি।'
এই রকম অবস্থার উত্তরণ চান মুমিনুল। না হলে পরের সিরিজগুলোতে ভালো করা সম্ভব হবে না বলে জানান তিনি। বিষয়টি মানসিকতার ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, 'পুরো বিষয়টিই মানসিক ব্যাপার। আমাদের মানসিক শক্তি অর্জন করতে হবে। তা করতে না পারলে পরের সিরিজে ঘুরে দাঁড়ানো আমাদের জন্য কষ্টকর হয়ে উঠবে।'
মুমিনুল বোলিং বিভাগেও ভালো করার তাগিদ অনুভব করছেন। তিনি বলেন, 'আমাদের বোলিং নিয়েও কাজ করতে হবে। বিশেষ করে পেস বোলিং নিয়ে।'
এমপি/এসজি/