মুমিনুলের চেয়ে বেটার অপশন দেখছেন না সাকিব
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একমাত্র সাইনবোর্ড লাগানো ক্রিকেটার অধিনায়ক মুমিনুল। ব্যাট হাতে তিনি যেমন সফল, তেমনি দলগতভাবে বাংলাদেশকে এনে দিয়েছেন নিউ জিল্যান্ডের মাটিতে জয়। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ক্রিকেট বিশ্বে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। যা ছিল আবার নিউ জিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয়। সেই মুমিনুলের এখন খুবই দুঃসময় যাচ্ছে।
রানের ভয়াবহ খরা চলছে। এমনই খরা যে দুই অংকের ঘরে যেতে পারেননি শেষ সাত ইনিংসে। সর্বশেষ তার ব্যাট কথা বলেছিল মাউন্ট মঙ্গানুই টেস্টে। খেলেছিলেন ৮৮ রানের ইনিংস। এরপরের ইনিংসগুলো ছিল ০, অপরাজিত ১৩, ৩৭, ০, ২ , ৬, ৫,২,৯ ও ০। এ নিয়ে গতদ কয়েকটি ম্যাচেই মুমিনুলকে যেমন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তেমনি দলের কোচ কিংবা অন্যদেরকেও। সবার কথার সারমর্ম এ নিয়ে তারা উদ্বিগ্ন নন। এমনকি মুমিনুল নিজেও বলেছেন এই কথা। আজ আবার সাকিবও বলেছেন একই কথা।
দুঃসময়ে মুমিনুলকে সমর্থন দেওয়ার পাশাপাশি একটি ভালো ইনিংসই এ সময় কাটিয়ে উঠার জন্য যথেস্ট বলে জানান সাকিব, ‘একজন অধিনায়কের জন্য এই সময়টা খুবই কঠিন। কিন্তু সবচেয়ে গুরুত্বত্বপূর্ণ হচ্ছে আমরা তাকে কীভাবে সমর্থন করছি। আমাদের টেস্ট ক্রিকেটের যে অবস্থা মুমিনুলের থেকে বেটার কোন অপশন আমাদের নেই। কাজেই তাকে সাপোর্ট করতে হবে। ম্যাটার অব একটা ইনিংস। ওর সব চেঞ্জ হয়ে যাবে।’
এদিকে তিনি নাজমুল হোসেন শান্তর রান আউটকে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ভয়ংকর দিক বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘রান আউট যেকোনো ম্যাচের যেকোনো পরিস্থিতিতেই খারাপ একটা দিক। বিশেষ করে টেস্ট ম্যাচে এরকম একটা পরিস্থিতিতে আরও বেশি ভয়ংকর। আমাদের জন্য হতাশাজনক অবশ্যই। এই পরিস্থিতিগুলোতে অনেক বেশি ঠাণ্ডা থাকা জরুরি অবশ্যই নার্ভাস থাকবে, ভেতরে ভয়ও কাজ করবে। এই
পরিস্থিতিগুলোতে এই প্রেসারটা হ্যান্ডেল করা গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেটের মজাটাই এখানে। ম্যাচের দৃশ্যপট পরিবর্তন হওয়া নিয়ে তিনি বলেন, ‘
যখন লাঞ্চে উইকেট পড়েনি তখনই বোঝা যাচ্ছিল আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমাদের রানটা টপকে যাবে। দেড়শ দুইশ রানের একটা লিড নেওয়ার অবস্থায় তারা ছিল। যেখানে পঞ্চম দিনে দিয়ে ওই দুইশ রান ক্রস করে আবার এজন্য আমাদের ব্যাটিং করতে পর্যন্ত উইকেট না পড়ায় আমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে গেছে।’
এমপি/এমএমএ/