বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

চরম ব্যাটিং ব্যর্থতায় হারের মুখে বাংলাদেশ

ম্যাথিউস ও চান্দিমাল যেভাবে উইকেটে যেভাবে জমে গিয়েছিলেন, দুইটি শেসন তারা পার করে দেন। বাড়ছে তাদের লিড। তাতে করে চিত্রনাট ফুটে উঠছিল ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাচ্ছে। চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সেই আরো ঘনিভুত করতে লঙ্কানরা যদি অলআউট না হয়,তা’হলে দিনের খেলার শেষভাগে গিয়ে তারা ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে চাইবে উইকেটর মুখ দেখতে। এখানে তারা সফল হলে পঞ্চম দিন জয়ের জন্য চেষ্টা চালাবে। এই চাপ ঘনিভুত যাতে না হয়, সে জন্য বাংলরাদেশের সামনে দুয়ার খোলা ছিল একটিই দ্রুত লঙ্কানদের অলআউট করা। সেই কাজটি বাংলাদেশ চা বিরতির পর বেশ ভালোভাবেই করতে পেরেছিল।

তৃতীয় নতুন বল নেয়ার পর ৮.২ ওভারে ৪১ রানে তুলে নেয় পাঁচ উইকেট। ফলে শ্রীলঙ্কা এগিয়ে থাকে ১৪১ রানে। দিনের হিসেবে বেশিই। পেছনে আছে দক্ষিণ আফ্রিকা সফরের স্মৃতি। যেখানে দুই টেস্টেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছিল মাত্র ৫৩ ও ৮০ রানে। তাই অনেকটাই চাপে বাংলাদেশ। এই চাপকে হালকা করার রেসিপি ছিল একটিই- দিনের বাকি সময় নির্বিঘ্নে কোনো উইকেট না হারিয়ে পার করে দেয়া। কিন্তু সেই কাজটি বাংলাদেশের ব্যাটসম্যানরা সুচারুরূপে করতে পারেননি। মাত্র ১৩ ওভার খেলে দিন শেষে করেছে চার উইকেটে ৩৪ রানে। ইনিংস হার এড়াতে হলে এখনো তাদের করতে হবে ১০৭ রান।

ঢাকা টেস্টে বাংলাদেশের দুই ইনিংসে দারুণ মিল। প্রথম ইনিংসে বাংলাদেশ শুরুতেই পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে। এবার চতুর্থ দিন শেষ বিকেলে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ছড়ি ঘোরাচ্ছেন দুই পেসার কাসুন রাজিথা ও আশিথা ফার্নান্ডো। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪ রানে হারিয়েছিল পাঁচ উইকেট। এবার ২৩ রানে চার উইকেট। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাস হাল ধরে জুটিতে ২৭২ রান যোগ করে ত্রাতা হয়েছিলেন। দুই জনেই করেছিলেন সেঞ্চুরি। লিটন ১৪১ রান করে আউট হলেও মুশফিক ১৭৫ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে কে ধরবে সেই হাল। হারের মুখে যে দল। পতন রোধ করা সম্ভব না হলে ইনিংস হার হলেও অবাক হওয়ার কিছু থাকবে না! আশার আলো হয়ে আছেন সেই মুশফিক-লিটনই। মুশফিক ১৪, লিটন ১ নিয়ে আবারো ত্রাতা হতে শেষ দিন মাঠে নামবেন। পরে আসবেন সাকিব, মোসাদ্দেক, তাইজুলরা। শুক্রবার খেলার পঞ্চম দিন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তাই অগ্নি পরীক্ষা। টিকে থাকতে হবে। পাশাপাশি শ্রীলঙ্কার রান অতিক্রম করতে হবে। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

ঢাকা টেস্টে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোলাররা ফায়দা পাবেন বেশি। সেটি আবার বেশি পাবেন স্পিনারার। পূর্বাভাসের এই সততা মিলেছে পঞ্চম দিনের শেষ শেসনে। এই শেসনে দুই দলের মিলে উইকেট পড়েছে নয়টি। শ্রীলঙ্কানদের পাঁচটি, বাংলাদেশের চারটি। ২৩.১ ওভার খেলে রান উঠে ৮১। লঙ্কানরা ১০.১ ওভার খেলে ৪৭ রান করে। আর বাংলাদেশের সংগ্রহ ছিল ১৩ ওভারে ৩৪ রান। এই নয় উইকেটের পাঁচটি নিয়েছেন পেসাররা, দুইটি স্পিনার আর দুইটি ছিল রান আউট। পঞ্চম দিন পিচের চরিত্র আরো ভায়বহ হয়ে উঠার কথা। বাংলাদেশের ব্যাটসম্যানদের সেই বিপদ সংকুল পথই পাড়ি দিতে হবে?

বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বিপদ সংকুল পথ পাড়ি দেয়া যে সকজ হবে না তা আজকের চার উইকেটের পতনের মাঝেই বুঝা যাচ্ছে। নাজমুল হোসেন শান্তর রান আউট হওয়া বাদ দিলে বাকি ব্যাটসম্যানের করা কিছুই ছিল না। আশিথা ফার্নান্ডোর বল রক্ষাণাত্বক খেলতে গিয়েও পারেননি তামিম। ব্যাটের কানায় লেগে তৃতীয় স্লিপে কুশাল মেন্ডিসের হাতে জমা পড়ে। তিনবারের চেষ্টায় ক্যাচ ধরেন তিনি। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও তিনি রানের খাতা খুলতে পারেননি। ক্যারিয়ারে এবারই তিনি প্রথম পেয়ারের স্বাদপেলেন। শুরুতে যেখানে তামিম ফিরে গেছেন। বাকিদেরসতর্ক হওয়া উচিত। মুমিনুল হক যেন ব্যর্থতার সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। তখনই অহেতুক রান নিতে গিয়ে জয়াবিক্রমার সরাসরি থ্রোতে রান আউট হয়ে যান নাজমুল (২)। রাজিথার বল ড্রাইভ করতে গিয়ে টাইমিং মেলাতে পারেননি।

উইকেটের পেছনে জমা পড়ে বল। তিনিও তামিমের মতো কোনো রান করতে পারেননি। টানা সাত ইনিংসে আউট হলেন দুই অংকের নিচে। দুইবার জীবন পেয়েও মাহমুদুল হাসান জয় ইনিংসকে বড় করতে পারেননি। আশিথা ফার্নান্ডোর বাউন্সারে পরাস্ত হন। । হঠাৎ করে বল লাফিয়ে উঠে। নিজেকে বাঁচাতে ব্যাট সামনে ঠেলে দেন। বল গিয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে কুশাল মেন্ডিসের হাতে। দলের রান তখন চার উইকেটে ২৩। প্রথম ইনিংসের পূনরাবৃত্তি! কিন্তু পরে আর কোনো উইকেটর পতন হতে দেননি প্রথম ইনিংসের দুই ত্রাতা মুশফিক ও লিটন।

এমপি/এএজেড

Header Ad
Header Ad

বিএনপির বর্ধিত সভা আজ    

ছবিঃ সংগৃহীত

সাত বছর পর আবারও বর্ধিত সভা আয়োজন করছে বিএনপি। জাতীয় নির্বাচন, আন্দোলনের প্রস্তুতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দলটির এই গুরুত্বপূর্ণ সভা আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে, যেখানে তারেক রহমান ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন।

সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও সদস্যসচিবসহ প্রায় ৪ হাজার নেতাকর্মী অংশ নেবেন। তৃণমূলের বক্তব্য শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেবেন নতুন বার্তা।

বর্ধিত সভা উপলক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবকে আহ্বায়ক করে ২৭ সদস্যের বাস্তবায়ন কমিটি এবং ছয়টি উপকমিটি (ব্যবস্থাপনা, অভ্যর্থনা, আপ্যায়ন, শৃঙ্খলা, মিডিয়া ও চিকিৎসা সেবা কমিটি) গঠন করা হয়েছে।
 
নির্বাচন সামনে রেখে বিএনপির এ বর্ধিত সভাকে ‘খুবই সময়োপযোগী’ বলে মনে করেন দলটির সিনিয়র নেতারা।

বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, এবারের সভায় মূলত চারটি ইস্যু গুরুত্ব পাবে। এগুলো হলো: ৫ আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা।

এর আগে, ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বিএনপির বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর চার দিন পর ৮ ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান।

 

Header Ad
Header Ad

ভোরে ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত

ছবিঃ সংগৃহীত

ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। এ সময় দায়িত্বে অবহেলা করায় গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি, তারা যেন এ সময়েও সজাগ ও সতর্ক থাকে। গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

তিনি বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে।

চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। তিনি আরও জানান, গতকাল গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

এর আগে উপদেষ্টা তার বারিধারাস্থ ডিওএইচএস এর বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর-১ হয়ে দারুসসালাম থানায় যান। দারুসসালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে ধানমন্ডি ২৭, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী, বনানী হয়ে বারিধারার বাসায় ফিরে আসেন।

থানাসমূহ পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা-সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসার-সহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

Header Ad
Header Ad

মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ছবিঃ ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ডিজেল, পেট্রোল ও অকটেন মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ জানান, মাপে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা পাম্প ফিলিং স্টেশনে ২০ হাজার, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনে ৫০ হাজার ও শুকরারহাট এলাকার মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রত্যেকটি পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় পাম্প মালিককে এই জরিমানা করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিএনপির বর্ধিত সভা আজ    
ভোরে ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, এসআই-কনস্টেবল বরখাস্ত
মিঠাপুকুরে তিন পেট্রোল পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
হার নিয়েই নতুন অধ্যায় শুরু বাংলাদেশের নারী ফুটবলে
৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট
মধুর ক্যান্টিনে হামলায় আহতদের খোঁজ নিতে হাসপাতালে ছাত্রদল নেতাকর্মীরা
হাঁসের মাংস ও রুটি খেয়ে ১২ জন অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন
ক্যাম্প শুরুর আগেই বাদ ৮ ফুটবলার, ১৮ মার্চ ঢাকায় যোগ দেবেন হামজা
শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক