সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

চরম ব্যাটিং ব্যর্থতায় হারের মুখে বাংলাদেশ

ম্যাথিউস ও চান্দিমাল যেভাবে উইকেটে যেভাবে জমে গিয়েছিলেন, দুইটি শেসন তারা পার করে দেন। বাড়ছে তাদের লিড। তাতে করে চিত্রনাট ফুটে উঠছিল ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যাচ্ছে। চাপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। সেই আরো ঘনিভুত করতে লঙ্কানরা যদি অলআউট না হয়,তা’হলে দিনের খেলার শেষভাগে গিয়ে তারা ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে চাইবে উইকেটর মুখ দেখতে। এখানে তারা সফল হলে পঞ্চম দিন জয়ের জন্য চেষ্টা চালাবে। এই চাপ ঘনিভুত যাতে না হয়, সে জন্য বাংলরাদেশের সামনে দুয়ার খোলা ছিল একটিই দ্রুত লঙ্কানদের অলআউট করা। সেই কাজটি বাংলাদেশ চা বিরতির পর বেশ ভালোভাবেই করতে পেরেছিল।

তৃতীয় নতুন বল নেয়ার পর ৮.২ ওভারে ৪১ রানে তুলে নেয় পাঁচ উইকেট। ফলে শ্রীলঙ্কা এগিয়ে থাকে ১৪১ রানে। দিনের হিসেবে বেশিই। পেছনে আছে দক্ষিণ আফ্রিকা সফরের স্মৃতি। যেখানে দুই টেস্টেই বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছিল মাত্র ৫৩ ও ৮০ রানে। তাই অনেকটাই চাপে বাংলাদেশ। এই চাপকে হালকা করার রেসিপি ছিল একটিই- দিনের বাকি সময় নির্বিঘ্নে কোনো উইকেট না হারিয়ে পার করে দেয়া। কিন্তু সেই কাজটি বাংলাদেশের ব্যাটসম্যানরা সুচারুরূপে করতে পারেননি। মাত্র ১৩ ওভার খেলে দিন শেষে করেছে চার উইকেটে ৩৪ রানে। ইনিংস হার এড়াতে হলে এখনো তাদের করতে হবে ১০৭ রান।

ঢাকা টেস্টে বাংলাদেশের দুই ইনিংসে দারুণ মিল। প্রথম ইনিংসে বাংলাদেশ শুরুতেই পড়েছিল ব্যাটিং বিপর্যয়ে। এবার চতুর্থ দিন শেষ বিকেলে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ছড়ি ঘোরাচ্ছেন দুই পেসার কাসুন রাজিথা ও আশিথা ফার্নান্ডো। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪ রানে হারিয়েছিল পাঁচ উইকেট। এবার ২৩ রানে চার উইকেট। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাস হাল ধরে জুটিতে ২৭২ রান যোগ করে ত্রাতা হয়েছিলেন। দুই জনেই করেছিলেন সেঞ্চুরি। লিটন ১৪১ রান করে আউট হলেও মুশফিক ১৭৫ রান করে অপরাজিত ছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে কে ধরবে সেই হাল। হারের মুখে যে দল। পতন রোধ করা সম্ভব না হলে ইনিংস হার হলেও অবাক হওয়ার কিছু থাকবে না! আশার আলো হয়ে আছেন সেই মুশফিক-লিটনই। মুশফিক ১৪, লিটন ১ নিয়ে আবারো ত্রাতা হতে শেষ দিন মাঠে নামবেন। পরে আসবেন সাকিব, মোসাদ্দেক, তাইজুলরা। শুক্রবার খেলার পঞ্চম দিন বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য তাই অগ্নি পরীক্ষা। টিকে থাকতে হবে। পাশাপাশি শ্রীলঙ্কার রান অতিক্রম করতে হবে। খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

ঢাকা টেস্টে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোলাররা ফায়দা পাবেন বেশি। সেটি আবার বেশি পাবেন স্পিনারার। পূর্বাভাসের এই সততা মিলেছে পঞ্চম দিনের শেষ শেসনে। এই শেসনে দুই দলের মিলে উইকেট পড়েছে নয়টি। শ্রীলঙ্কানদের পাঁচটি, বাংলাদেশের চারটি। ২৩.১ ওভার খেলে রান উঠে ৮১। লঙ্কানরা ১০.১ ওভার খেলে ৪৭ রান করে। আর বাংলাদেশের সংগ্রহ ছিল ১৩ ওভারে ৩৪ রান। এই নয় উইকেটের পাঁচটি নিয়েছেন পেসাররা, দুইটি স্পিনার আর দুইটি ছিল রান আউট। পঞ্চম দিন পিচের চরিত্র আরো ভায়বহ হয়ে উঠার কথা। বাংলাদেশের ব্যাটসম্যানদের সেই বিপদ সংকুল পথই পাড়ি দিতে হবে?

বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বিপদ সংকুল পথ পাড়ি দেয়া যে সকজ হবে না তা আজকের চার উইকেটের পতনের মাঝেই বুঝা যাচ্ছে। নাজমুল হোসেন শান্তর রান আউট হওয়া বাদ দিলে বাকি ব্যাটসম্যানের করা কিছুই ছিল না। আশিথা ফার্নান্ডোর বল রক্ষাণাত্বক খেলতে গিয়েও পারেননি তামিম। ব্যাটের কানায় লেগে তৃতীয় স্লিপে কুশাল মেন্ডিসের হাতে জমা পড়ে। তিনবারের চেষ্টায় ক্যাচ ধরেন তিনি। প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও তিনি রানের খাতা খুলতে পারেননি। ক্যারিয়ারে এবারই তিনি প্রথম পেয়ারের স্বাদপেলেন। শুরুতে যেখানে তামিম ফিরে গেছেন। বাকিদেরসতর্ক হওয়া উচিত। মুমিনুল হক যেন ব্যর্থতার সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন। তখনই অহেতুক রান নিতে গিয়ে জয়াবিক্রমার সরাসরি থ্রোতে রান আউট হয়ে যান নাজমুল (২)। রাজিথার বল ড্রাইভ করতে গিয়ে টাইমিং মেলাতে পারেননি।

উইকেটের পেছনে জমা পড়ে বল। তিনিও তামিমের মতো কোনো রান করতে পারেননি। টানা সাত ইনিংসে আউট হলেন দুই অংকের নিচে। দুইবার জীবন পেয়েও মাহমুদুল হাসান জয় ইনিংসকে বড় করতে পারেননি। আশিথা ফার্নান্ডোর বাউন্সারে পরাস্ত হন। । হঠাৎ করে বল লাফিয়ে উঠে। নিজেকে বাঁচাতে ব্যাট সামনে ঠেলে দেন। বল গিয়ে জমা পড়ে দ্বিতীয় স্লিপে কুশাল মেন্ডিসের হাতে। দলের রান তখন চার উইকেটে ২৩। প্রথম ইনিংসের পূনরাবৃত্তি! কিন্তু পরে আর কোনো উইকেটর পতন হতে দেননি প্রথম ইনিংসের দুই ত্রাতা মুশফিক ও লিটন।

এমপি/এএজেড

Header Ad

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

ফাইল ছবি

অবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজের চলাচল শুরু হতে যাচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজের চলাচলের জন্য অনুমতি দিয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা প্রশাসকের কাছে শুধুমাত্র চলাচলের জন্য পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ আবেদন করেছিল। তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে। তবে কখন দ্বীপে যাবে সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।

মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর তারা কমিটির বৈঠক আহ্বান করেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কোন জায়গা থেকে জাহাজ ছাড়বে। আপাতত কেয়ারি সিন্দাবাদ আবেদন করেছিল। তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফ নদী অনিরাপদ হয়ে উঠেছে। ফলে ইনানী অথবা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Header Ad

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম পর্বে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। তবে অ্যাক্সিলারেটেড নিলাম বা দ্রুতগতির নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠেছিল। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীতই থাকলেন গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো দ্য ফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের গত আসরে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো আসরে খেলতে না পারলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর এমন পারফরম্যান্সের পরও ভাবা হচ্ছিল দল পেতে যাচ্ছেন এই পেসার।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের জার্সিতে খেলেন ৫৭টি ম্যাচ। বল হাতে নিয়েছেন ৬১ উইকেট। সেরা মৌসুম কাটিয়েছেন ২০১৬ সালে। সেসময় ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতেন তিনি।

Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার। ছবি: সংগৃহীত

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাঙ্গাইল সদর থানায় তার ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

Header Ad

সর্বশেষ সংবাদ

সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর