লিটনের তৃতীয় সেঞ্চুরি
চট্টগ্রাম টেস্টেই সেঞ্চুরি পেতে পারতেন লিটন দাস। আউট হয়েছিলেন ৮৮ রানে। লাঞ্চের পরপরই প্রথম বলে বিলাসী শর্ট খেলতে গিয়ে তিনি নিজের শনি ডেকে এনেছিলেন। কিন্তু ঢাকা টেস্টে আর তিনি সে ভুল করেননি। দলের চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে তিনি সেঞ্চুরি পান অনেকটা শ্রীলঙ্কান ফিল্ডারদের উপহার হিসেবে। লিটনের সেঞ্চুরি উপহার বলা হলো এ কারণে যে তার সেঞ্চুরিটি এসেছে লঙ্কান ফিল্ডারদের ওভার থ্রো থেকে চার রান আসলে। লিটন তখন ৯৭ রানে ব্যাট করছেন।
পেসার আশিতা ফার্নান্ডোর বল লিটন স্কয়ার লেগে খেলে এক রান নিতে ছুটেন। কিন্তু রান আউট করার ইচ্ছে থেকে ধনাঞ্জায়া নন স্ট্রাইকিং প্রান্তে বল থ্রো করেন। কিন্তু সেই বল পরে লং অফ দিয়ে সীমানা পার হয়ে গেলে লিটন বোনাস হিসেবে পান চার রান। তার সেঞ্চুরি হয়ে যায় ১৪৯ বলে ১৩ চারে। সেঞ্চুরি হওয়ার পরই লিটন হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরেন।
টেস্ট ক্রিকেটে লিটনের দারুন সময় যাচ্ছে। খেলতে নামলেই রানের দেখা পাচ্ছেন। তবে তার আজকের সেঞ্চুরি ছিল বীরত্ব গাঁথা। দলের চরম বিপর্যয়ে মুখে দাঁড়িয়ে লিটন করে এই সেঞ্চুরি। তার সেঞ্চুরির সময় অপরপ্রান্তে মুশফিকের রান তখন ৮৭।
লিটনের আগের দুইটি সেঞ্চুরি ছিল পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে। ২০২১ সালেল নভেম্বরে এই মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে তিনি প্রথম সেঞ্চুরি করেছিলেন ১১৪ রানের ইনিংস খেলে। এরপর নিউ জিল্যান্ড সফরে তিনি দ্বিতীয় সেঞ্চুরি করেছিলেন ১০২ রানের ইনিংস খেলে। কিন্তু দুঃখের বিষয় ছিল দুইটি টেস্টেই বাংলাদেশ হেরেছিল। এবার দেখার পালা তার তৃতীয় সেঞ্চুরি পুরানো পথেই হাঁটে, না কিত নতুন পথেন সন্ধান দেয়।
এমপি/এমএমএ/