এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি
বাংলাদেশকে হারিয়ে সেমিতে ভারতকে এড়াল পাকিস্তান
পাঁচ দলের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আসরে তিন দলেরই সেমিফাইনালে খেলা নিশ্চিত। আরেক দল অবশিষ্ঠ। তবে তা শুধু কাগজে-কলমে। চতুর্থ দলটি পাকিস্তানই হবে। কারণ তাদের শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। যেখানে বাংলাদেশের জয় দূরে থাক, ড্র করার সম্ভাবনাও নূন্যতম নেই। হয়েছেও তাই। ৬-২ গোলে ম্যাচ জিতে তারা শেষ দল হিসেবে সেমিতে উঠলেও পয়েন্ট টেবিলে উঠে এসেছে তিনে। এর ফলে সেমিতে তারা ভারতকে এড়াতে পেরেছে। ৪ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ৫। জাপানেরও ৫। কিন্তু গোল গড়ে পাকিস্তান তিনে, জাপান চারে। সেমিতে প্রথম দল হিসেবে ভারত খেলবে চতুর্থ দল জাপানের বিপক্ষে। অপর সেমিতে মুখোমুখি হবে কোরিয়া-জাপান।
২১ ডিসেম্বর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে কোরিয়ার প্রতিপক্ষ পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ভারত খেলবে জাপানের বিপক্ষে।
আজকের ম্যাচে বাংলাদেশের স্বান্তনা ছিল পাকিস্তানের জালে প্রথম গোল করা। কোরিয়ার বিপক্ষেও প্রথম গোল করেছিল বাংলাদেশ। শুরু থেকেই পাকিস্তান আক্রমণ। সেই আক্রমণ প্রতিহত করে ১০ মিনিটে দ্বীন ইসলাম ইমন ফাঁকা পোষ্টে গোল করতে ব্যর্থ হয়েও ১৩ মিনিটে আরশাদ হোসেন ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। সোহানুর রহমান সবুজের হিট থেকে রাসেল মাহমুদ জিমির স্টপ থেকে সার্কেলের ভেতর সেই বল পেয়ে আরশাদ হোসনে গোল করলে উল্লাস করার সুযোগ পান সমর্থকরা। কিন্তু সেই উল্লাস থামতে না থামতেই গোল পরিশোধ করে পাকিস্তান। সময় নেয় মাত্র ২০ সেকেন্ড। নাদিম ফিল্ড গোল করে খেলায় সমতা আনেন।
প্রথম কোয়ার্টার ১-১ গোলে থাকলেও দ্বিতীয় কোয়ার্টারে তিন গোল করে পাকিস্তান ম্যাচ থেকে স্বাগতিকদের ছিটকে দেয়। ১৮ মিনিটে এজাজ আহমেদের ফিল্ড গোলে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় পাকিস্তান। জুনাইদ মানজুরের স্কয়ার পাস ধরে ২৪ মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে স্কোরলাইন ৩-১ হয়। ২৬ মিনিটে নাদিম আহমেদের ফিল্ড গোলে স্কোরলাইন ৪-১ হয়।
তৃতীয় কোয়র্টারে পাকিস্তান আরো দুই গোল করে। এ সময় বাংলাদেশও একটি গোল পরিশোধ করে। ৩৪ মিনিটে মোহাম্মদ রাজ্জাকের পেনাল্টি কর্নার গোলে ব্যবধান ৫-১ করে পাকিস্তান। পরের মিনিটে আরশাদ হোসেন আবারো গোল করে ব্যবধান কমায় স্বাগতিকরা (৫-২) ।
আশরাফুল ইসলামের হিটে ঠাণ্ডা মাথায় প্লেস করেন ২০ বছর বয়সী ফরোয়ার্ড। বাংলাদেশ রক্ষণের সমন্বয়হীনতায় ৩৮ মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোল করে ব্যবধান ৬-২ করেন। চতুর্থ কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি।
দিনের প্রথম ম্যাচে ভারত ৬-০ গোলে জাপানকে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিতে খেলার সুযোগ করে নেয়।
হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি পয়েন্ট তালিকা
দেশ ম্যাচ জয় ড্র হার গোল গড় পয়েন্ট
ভারত ৪ ৩ ১ ০ ১৭ ১০
কোরিয়া ৪ ১ ৩ ০ ১ ৬
পাকিস্তান ৪ ১ ২ ১ ২ ৫
জাপান ৪ ১ ২ ১ ১ ৫
বাংলাদেশ ৪ ০ ০ ৪ ১৯ ০
এমপি/এসআইএইচ