দেখাতেই স্বস্তি শরিফুলদের
ছবি : সংগৃহীত
নিউ জিল্যান্ডে বাংলাদেশের অতীত রেকর্ড কখনো ভালো নয়। তিন ফরম্যাটের কোনো সংস্করণেই জিততে পারেনি একটি ম্যাচেও। এবার সেখানে একটা কিছু করে দেখাতে চান পেসার শরিফুল ইসলাম।
রবিবার (১৯ ডিসেম্বর) আজ তিনি এক ভিডিও বার্তায় বলেন , ‘এবার ভালো কিছুর প্রত্যাশা করছি সবাই, এবার করে দেখাবো ইনশাআল্লাহ্।’
নিউ জিল্যান্ডে এবার যাওয়ার পর থেকেই বাংলাদেশ দল গৃহবন্দি হয়ে আছে। করোনার কারণে এমনিতেই ছিল নির্দিষ্ট কোয়ারেন্টিন। সেখানে দলের স্পিন বোলিং কোচ লঙ্কান রঙ্গনা হেরাথ অমিক্রনে আক্রান্ত হলে পরিস্থিতি পাল্টে যায়। এখন গোটা দলের কোয়ারেন্টিন সময় বেড়ে গেছে। ২১ তারিখ পর্যন্ত তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। এরপর করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ সাপেক্ষে তাদের পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এবার নিউ জিল্যান্ড যাওয়ার পর দলের ক্রিকেটাররা কোয়ারেন্টিনে থাকলেও সেখানে তাদের একটা নির্দিষ্ট সময় জিম করা নিজেদের মাঝে দেখা করার সুযোগ ছিল। কিন্তু হেরাথ অমিক্রনে আক্রান্ত হওয়ার পর সবাইকে কঠোরভাবে কোয়ারেন্টিন করতে হচ্ছে। শরিফুলের পাঠানো ভিডিও বার্তায় ছিল বর্তমান পরিস্থিতির একটি ছোট্ট চিত্র, ‘আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আমাদের দুইটা গ্রুপ করে দিয়েছে। প্রতিদিন সময় করে নিচে এসে দুই-তিনবার দেখা হয়। সামাজিক দূরত্ব মেনে কথা বলতে পারি। ভালো লাগে একজন আরেকজনের চেহারা দেখলে।’
নিউ জিল্যান্ড খেলোয়াড়রা গিয়েছেন খেলার জন্য। অথচ সেই খেলাই তারা খেলতে পারছেন না। খেলার জন্য মুখিয়ে আছেন। কখন মাঠে নামবেন তার জন্য অপেক্ষা প্রহর গুনছেন। সময় যেনো শেষই হতে চাচ্ছে না। আজ শরিফুলদের একটি টেস্ট করানো হয়েছে। এর রেজাল্ট নেগেটিভ আসলে বাংলাদেশ দল বুধবার (২২ ডিসেম্বর) মাঠে নামতে পারবে বলে জানালেন শরিফুল। তিনি বলেন, ‘আজ আমাদের একটি কোভিড টেস্ট নেয়ো হয়েছে। এটা যদি আমাদের নেগেটিভ আসে, তাহলে আগামীকালের পরের দিন (মঙ্গলবার) আমরা অনুশীলনে যাব। এটা নিয়ে সবার মধ্যেই রোমাঞ্চ কাজ করছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সবার রেজাল্ট নেগেটিভ আসে।’
এমপি/এমএমএ/