সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

সুবর্ণজয়ন্তীর স্বাধীনতা কাপ আবাহনীর

১৬ ডিসেম্বর গোটা দেশ মহাসমারোহে উদযাপন করেছে বাংলাদেশের  স্বাধীনতার  ৫০ বছর। সুবর্ণজয়ন্তী উদযাপনে আয়োজনে কোনো ঘাটতি  ছিলো না। সেই সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা কাপ জিতেছে আবাহনী লিমিটেড। তবে স্বাধীনতা কাপের এটি ৫০তম আসর ছিল না। অনিয়মিত আয়োজন হয়ে থাকে। এবারের আয়োজন ছিল মাত্র ১১তম।  প্রাধান্য বিস্তা  করে খেলে আবাহনী জয় পেয়েছে ৩-০ গোলে। প্রথমার্ধের খেল ছিল গোলশুন্য। আবাহনীর হয়ে ব্রাজিরিয়ান গোমেজ ২টি ও  রকিব গোল করেন।  আবাহনীর এই শিরোপা ছিল ৩১ বছর পর। সর্বশেষ তারা শিরোপা জিতেছিল ১৯৯০ সালে।  এরপর তারা দুইবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এদিকে ঘরোয়া আসরে আবাহনীর এই শিরোপা ছিল ২০১৮ সালের পর। সেবার তারা এই বসুন্ধরা কিংসকে হারিয়েই শিরোপা  জিতেছিল ফেডারেশন কাপ।

 এক সময় ঢাকার  ফুটবলে আবাহনী-মোহামেডানের লড়াই   ছিল উত্তেজনায় ঠাসা। সেই উত্তেজনা এখন আর নেই। বুড়িগঙ্গায় বিলীন হয়ে গেছে।  এখন  সেখানে নতুন করে জায়গা করে নিয়েছে ঢাকার ফুটবলের নতুন শক্তি বসুন্ধরা কিংস। প্রতিপক্ষ আবাহনী। ঘরোয়া ফুটবলের যে কোনো আসরে এই দুই দলই মুলত শিরোপা লড়াইয়ে অবতীর্ন হয়। মাঠে থাকে উত্তেজনা। কখনো রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ। কখনো দুই দলের খেলোয়াড়দের বাদানুবাদ। আজকের ম্যাচেও ছিল সে রকম উত্তেজনা। আবাহনীর পক্ষে পেনাল্টিরপ প্রতিবাদে বুসন্ধরার খেলোয়াড়রা  প্রতিবাদ জানান। কেউ কেউ রেফারিকে ধাক্বাও মারেন।  এই দিন দুই দলের ফাইনাল দেখার জন্য দর্শক উপস্থিতিও ছিলে চোখে পড়ার মতো। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামার স্টেডিয়াম ছিল দর্শক পরিপুর্ণ।

 প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরি করে কোনো গোল করতে পারেনি। ৫৩ মিনিটে রকিবের  দর্শনীয় গোলে আাবাহনীর গোলের সুচনা হয়।  রাফায়েল অগাস্টিনের নিখুত পাস থেকে  রকিব  দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে গোলরক্ষক জিকোকে ডান দিক দিয়ে পরাস্ত করে আকাশি-হলুদ জর্সির সমর্থকদের উল্লাসে মাতিয়ে তুলেন।  এবারের আসরে রকিবের এটি ছিল প্রথম গোল।   আবহনী  দ্বিতীয় গোল করে  পেনাল্টি থেকে। ৬১ মিনিটে  বল নিয়ে বিপজ্জনকভাবে বক্সে ডুকে পড়া কলিনদ্রেসকে আটকাতে গিয়ে ফাউল করেন রিমন। রেফারি বাঁশি বাজান পেনাল্টির। এ নিয়ে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা প্রতিবাদ জানালেও কোনো কাজ হয়নি। স্পট কিকে ব্যবধান ২-০ করেন গোমেজ। দুই গোলে এগিয়ে যাওয়ার পর আবাহনী বেশ কয়েকটি সুযোগ হাতছাড় করার পর ৭২ মিনিটে ব্যবধান ৩-০  করেন গোমেজই।   রাফায়েল অগাস্টিনের কর্ণার থেকে মিলাদের মাথা হয়ে বল পেয়ে যান  ছোট বক্সের ভেতর  গোমেজ।  বল পেয়ে  জোড়ালো শটে জাল কাঁপান তিনি।

 এমপি/জেডএকে

Header Ad
Header Ad

দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার

নিজ দলের নেতাকে হত্যার অভিযোগে দল থেকে বহিষ্কার চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সেক্রেটারি আবুল হোসের টোটন। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম (মল্লিক) খুনের ঘটনায় অভিযুক্ত দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৯ মার্চ) রাতে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর যৌথ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন- তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন (টোটন) ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, তদন্তে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে এবং দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গঠনতন্ত্রের আলোকে এবং দলের স্বার্থ রক্ষার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাদের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি ও দল থেকে বহিষ্কার করা হলো।

জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খুনের ঘটনায় এই তিন নেতার নাম প্রকাশ্যে চলে এসেছে। তৃণমূলের নেতাদের সম্মতিক্রমে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আরও যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছে, তাদের বিষয়েও তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে টিসিবি ও ভিজিএফের চালের কার্ড নিয়ে বিরোধের জেরে রফিকুল ইসলামের সঙ্গে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। শনিবার সকালে বিষয়টি মীমাংসার কথা বলে রফিককে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর ইউনিয়ন বিএনপির নেতাসহ তাদের সহযোগীরা মিলে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে রফিককে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাশেম টোটনসহ ৩৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন দর্শনা থানায়।

Header Ad
Header Ad

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী

ড. আনিসুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

ড. আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. আনিসুজ্জামান চৌধুরীকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। Rules of Business, 1996-এর Rule 3B(iia) অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য ড. আনিসুজ্জামান চৌধুরীকে অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আনিসুজ্জামান চৌধুরী বর্তমানে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড সাইকোলজি এবং অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স অ্যাকাডেমি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব বিজনেসে একযোগে অতিথি অধ্যাপক হিসেবে কর্মরত।

তিনি ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিউইয়র্ক ও ব্যাংককে জাতিসংঘের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে অর্থনীতির অধ্যাপক ছিলেন এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড (অস্ট্রেলিয়া) এবং ইউনিভার্সিটি অব ম্যানিটোবা (কানাডা)-তেও অধ্যাপনা করেছেন।

তিনি জার্নাল অব দ্য এশিয়া প্যাসিফিক ইকোনোমি'র প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা সম্পাদক (১৯৯৫-২০০৮) ছিলেন এবং বর্তমানে এর সম্পাদকীয় পরিষদের সহ-সম্পাদক হিসেবে যুক্ত আছেন। এছাড়া, তিনি ইকোনোমিক অ্যান্ড লেবার রিলেশনস রিভিউয়ের সম্পাদকীয় পরিষদেরও আছেন।

আনিসুজ্জামান চৌধুরী পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতি এবং ম্যাক্রো-ডেভেলপমেন্ট বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপকভাবে গবেষণা করেছেন।

তিনি কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা থেকে পিএইচডি ও এমএ ডিগ্রি এবং বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Header Ad
Header Ad

কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি পোড়ানোর ঘটনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (১০ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাজেদুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন শাহাদাত (২২) ও মাহফুজ (২১), যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল হক জানান, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে জানানো হবে।

গত ১১ ফেব্রুয়ারি গভীর রাতে আগুনে পুড়ে যায় নুরুজ্জামান কাফির বাড়ি। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জানান, মধ্যরাতে তার বাড়ির ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, “কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি।”

এই ঘটনায় নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন যে, জুলাই-আগস্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকার কারণে পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার
এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট
ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যে প্রক্রিয়ায় কোটি টাকা কেজিতে রপ্তানি হচ্ছে মাছ! (ভিডিও)
ওমরাহ পালন করে দলের ঐক্য দৃঢ় করল জাতীয় ফুটবল দল
হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার খোঁজ
জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন
শেখ হাসিনা-রেহানা পরিবারসহ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট
রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান
পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম
দেশজুড়ে বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বৃষ্টির আভাস
মাগুরায় শিশু ধর্ষণ : আইনজীবী নিয়োগ দিলেন তারেক রহমান