তামিম-এনামুলের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের ১০ উইকেটে জয়
মিরপুরে আবাহনীর ৬ উইকেটে করা ২২৯ রান পাড়ি দিতে গিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব কঠোর প্রতিরোধের মুখে পড়লেও বিকেএসপির ৪ নম্বার মাঠে রূপগঞ্জ টাইগার্সের করা ২২৯ রান প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের জোড়া সেঞ্চুরিতে বিনা বাঁধায় মোত্র ২৬.৪ ওভারে অতিক্রম করে ম্যাচ জিতেছে ১০ উইকেটে। এই জয়ে প্রাইম ব্যাংক ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে। রূপগঞ্জ টাইগার্সের পয়েন্ট ১২। তারা আছে পাঁচে।
বিকেএসপির এই ম্যাচ ছিল এনামুল হক বিজয়ের জন্য বিশেষ মাইলফলক। তার ৮৪ বলে ৬ ছক্কা ও ১১ চারে সাজানো অপরাজিত ১১২ রানের ইনিংস খেলার পথে ৭০ রানের সময় তিনি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশেন প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফরক স্পর্শ করেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটের মযার্দা পাওয়ার আগে অবশ্য আরো দুই ব্যাটসম্যান এই মাইলফলক র্স্পশ করেছিলেন। প্রথমে গাজী আশরাফ হোসেন লিপু, পরে কেনিয়ার স্টিভ টিকোলো। তামিম ইকবাল আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ৯০ রান করে সেঞ্চুরি বঞ্চিত হলেও এবার আর বঞ্চিত হননি। ৮১ বলে ৭ ছক্কা ও ৯ চারে তিনি ১০৯ রান করে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জ টাইগার্স ৪৯.৪ ওভারে ২২৯ রান করে অলআউট হয়। এক পর্যায়ে তাদের রান ছিল ৪ উইকেটে ২০৬। পরে মাত্র ২৩ রানে ৩.১ ওভারে হারায় ৬ উইকেট। রূপগঞ্জ টাইগার্সের পক্ষে সাদ নাসিম সর্বোচ্চ ৮৫ রান করেন। এ ছাড়া মার্শাল আইয়ুব ৫৮, জাকির হাসান ২৫ ও ইমরান উজ্জামান ২৩ রান করেন। করিম জানাত ৪০ ও রুবেল হোসেন হোসেন ৪৫ রানে নেন ৪টি করে উইকেট। ম্যাচ সেরা হন এনামুল হক বিজয়।
এমপি/এমএমএ/