২০২৮ এর অলিম্পিকের প্রাথমিক তালিকায় নেই ক্রিকেট
লস অ্যাঞ্জেলসে ২০২৮ সালের অলিম্পিকের প্রাথমিক তালিকায় ক্রিকেট রাখা হয়নি। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আশা করেছিল এ আসরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রিকেট যুক্ত করবে। কিন্তু প্রকাশিত নতুন তালিকায় ক্রিকেট নেই।
তবে আইসিসি বলছে, প্রাথমিক তালিকায় ক্রিকেট না থাকা প্রত্যাশিত। পরে নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই ক্রিকেট তালিকাভুক্ত হবে।
আইওসির নির্বাহী বোর্ড ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত করার জন্য স্কেটবোর্ডিং, স্পোর্ট ক্লাইম্বিং এবং সার্ফিংসহ ২৮টি ডিসিপ্লিনের প্রস্তাব করেছে।
এদিকে অলিম্পিক কমিটি জানিয়েছে, তারা লক্ষ্য ঠিক করেই এগুচ্ছেন।
তবে আইসিসি'র কর্মকর্তা বলছেন, ক্রিকেট কখনই প্রাথমিক তালিকায় থাকবে না, 'প্রাথমিক ক্রীড়া ইভেন্টের তালিকাটি শুধুমাত্র সেই খেলাগুলোর জন্য যা ইতিমধ্যে অলিম্পিকে হয়েছে । এর বাইরের খেলাগুলোর জন্য আয়োজক শহরের প্রক্রিয়া পরের বছর শুরু হবে। এবং আমরা এর অংশ হব।' আইসিসি জানায়, প্রাথমিক তালিকায় না থাকার ব্যাপারটি তাদের প্রত্যাশা মতই হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একজন সদস্য বলেছেন, এই ব্যাপারে দায়িত্ব আইসিসির, 'আইসিসির জোরাজুরিতে আমরা অলিম্পিকে অংশ নিতে সম্মত হয়েছি। দায়িত্ব তাদের উপর।'
এই বছর এপ্রিলে অলিম্পিকে অংশ নিতে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে একটি রেজোলিউশন গ্রহণ করে। এরপরই অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ক্রিকেটের সবচেয়ে বড় বাজার হিসেবে বিসিসিআই'র এই সম্মতি ভীষণ প্রয়োজন ছিল।
আইসিসির অলিম্পিক কমিটির নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সদস্য হিসেবে রয়েছেন স্বতন্ত্র পরিচালক ইন্দ্রা নুয়ি, জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুহলানি, মালয়েশিয়ার মাহিন্দা ভালিপুরম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরাগ মারাঠে। তাদের সামনে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার চ্যালেঞ্জ।