ভারতের কাছে আবারো হারলো পাকিস্তান
ম্যাচের আগে যেটা অনুমিত ছিল, সেটিই হয়েছে। হকিতে দুই চিরপ্রতিদ্ব›িদ্বর লড়াইয়ে ভারতই জিতেছে। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে ভারত জয় পেয়েছে ৩-১ গোলে। শেষ ১২ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ভারতের এটি ছিল ১১তম জয়। অপর ম্যাচটি ড্র হয়েছি। ভারতের হয়ে হারমানপ্রিত সিং ২টি এবং আকাশদ্বীপ সিং ১টি গোল করেন। পাকিস্তানের হয়ে একটি গোল পরিশোধ করেন জুনাইদ মানজুর। তিন ম্যাচে ভারতের এটি ছিল দ্বিতীয় জয়। ৭ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে। পাকিস্তানের দুই ম্যাচে প্রথম হার। তাদের পয়েন্ট এক। পাকিস্তান আগামীকাল তাদের তৃতীয় ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। ভারতের পরের ম্যাচ জাপানের বিপক্ষে ১৯ ডিসেম্বর।
হকিতে দুই দলই নিজেদের শ্রেষ্ঠত্ব হারিয়েছে আগেই। যে কারণে দুই দলের লড়াইয়েও নেই আগেরই সেই উত্তেজনা। আজকের মাঠের লড়াইয়েও ছিল স্পষ্ট। ভারত ৩-১ গোলে জয় তুলে নিলেও খেলা ছিল নিষ্প্রাণ। চার কোয়ার্টারের শেষ কোয়ার্টারে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলাকে কিছুৃটা প্রাণবন্ত করে তুলেছিল।
গোটা ম্যাচে পেনাল্টি কর্ণার হয়েছে পাঁচটি। ভারতের তিনটি, পাকিস্তানের দুইটি। ভারত দুইটি গোল করে পেনাল্টি কর্ণার থেকে। পাকিস্তান কোনো গোল পায়নি।
শুরু থেকেই ভারত প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। পাকিস্তান সেখানে ছিল আগাছোলা। প্রথম তিন কোয়ার্টারে তারা যুৎসই কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি। এই সময় ভারত দুইটি গোল আদায় করে নেয়। পাকিস্তান একটি গোল পরিশোধের পর যেন নিজেকে ফিরে পায়। যে কারণে শেষ কোয়ার্টারের খেলা ছিল উপভোগ্য।
বাংলাদেশের বিপক্ষে ভারত প্রথম আটটি পেনাল্টি কর্ণার পেয়েও গোল করতে পারেনি। পাকিস্তানের বিপক্ষে সেই ভুল আর করেনি। প্রথম সুযোগেই কাজে লাগিয়ে এগিয়ে যায়। ৮ মিনিটে হারদিক সিংয়ের পুশ থেকে সুমিতের স্টপ। হারমানপ্রীত সিং হিট করে গোল করেন।
দ্বিতীয় কোয়ার্টারে উল্লেখ করার মতো কোনো আক্রমণই হয়নি। তৃতীয় কোয়র্টারের খেলাও নিষ্প্রাণ শেষ হতে চলছিল। কিন্তু শেষের দিকে গিয়ে দুই দল দুইটি গোল করে খেলাকে জমিয়ে তুলে। ৪২ মিনিটে আকাশদ্বীপ সিং রিভার্স ফ্লিকে গোল করে ভারতকে ২-০ গোরে এগিয়ে নেন। ৪৫ মিনিটে ব্যবধান কমায় পাকিস্তান। আব্দুল রানার পাসে থেকে জুনাইদ মানজুরের ফিল্ড গোল করেন।
শেষ কোয়ার্টারে এবং খেলার ৫০ মিনিটে সুযোগ পেয়েও গোল করতে বঞ্চিত হন আকাশদ্বীপ সিং। ৫২ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। ইয়াকুবের পুশ থেকে মানজুরের স্টপে মুবাশ^র আলীর দুর্বল শট পাকিস্তান সুফল নিতে পারেনি। ৫৩ মিনিটে ম্যাচে নিজেদের দ্বিতীয় পেনাল্টি কর্নার পায় ভারত। এবারও তারা গোল পায়ল। জাসকরন সিংয়ের পুশ। সুমিত স্টপ করেন। সেখান থেকে হারমানপ্রীত সিং হিট করে গোল করেন। ৫৪ মিনিটে ম্যাচে নিজেদের দ্বিতীঅয় পেনাল্টি কর্নার পায় পাকিস্তান। কিন্তু এবারও ত ারা গোল করতে পারেনি। ভারতের গোলরক্ষক আটকে দেন। ৫৬ মিনিটে ভারত নিজেদের তৃতীয় পেনাল্টি কর্নার পায়। এবার আর তারা গোল করতে পারেনি। জাসকরন সিংয়ের পুশ তেকে মানপ্রীত সিংয়ের স্টপ। বরুন কমারের নেয়া হিট পাকিস্তানের গোল রকক আটকে দেন।