নান্নুর কাছে সুমনের হার
স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে বিসিবি স্মরণ করে থাকে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া দুই ক্রিকেটার জুয়ের আর মুশতাককে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতেও ছিল সেই একই আয়োজন।মুলত সাবেক ক্রিকেটারদের দুইটি দলে ভাগ করে ২০ ওভারের ম্যাচ হয়ে থাকে। আর এই ম্যাচ হয়ে থাকে সাবেক ক্রিকেটারদের জন্য পুনমির্লনী। সঙ্গে খেলার আনন্দ। জয়-পরাজয় অনেকটা গৌন্যই থাকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে শহীদ মুশতাক একাদশ। তারা ৪২ রানের বড় ব্যবধানেই হারিয়েছে শহীদ জুয়েল একাদশকে। আরেক অর্তে ছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার সুমনের হার।এরা দুই দলকে নেতৃত্ব দেন।
টস হেরে ব্যাট করতে নেমে শহীদ মুশতাক একাদশ ৫ উইকেটে করে ১৫০ রান। দলের পক্ষে আতাহার আলী সর্বোচ্চ ৬০ রান করেন ৫৫ বলে। তার ইনিংসে ছিল একটি ছক্কা ও সাতটি চার। শাহরিয়ার হোসেন বিদুৎয়ের সঙ্গে ইনিংসের উদ্বোধন করতে নেমে যোগ করেন ৫২ রান। বিদুৎ আউ হন ২৪ বলে ২৬ রান করে। শেষের দিকে খালেদ মাসুদ পাইলট খেলেন ঝড়ো ইনিংস। ১৫ বলে দুইটি ছক্কা ও চার ও তিনটি চারে ৩১ রানে অপরাজিত থাকেন তিনি। মোহাম্মদ রফিক করেন ১৫ রান। মাহমুদুল হাসান রান ২০ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন সজল চৌধুরী, মুশফিক বাবু ও মেহরাব হোসেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি শহীদ জুয়েল একাদশ। ব্যাট হাতে কেউই দাঁড়াতে পারেননি। ২০ ওভার খেলে ৬ উইকেট করে মাত্র ১০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ২৯ রান করেন হাবিবুল বাশার সুমন। ২৭ রান করেন মুশফিক বাবু। এ ছাড়া মাহমুদুল হাসান রানা ১৩ ও ওপেনার হান্নান সরকার করেন ১০ রান। তারিক আজিজ ১৪ রানে নেন ২ উইকেট। সানোয়ার হোসেন ২ উইকেট নিতে খরচ করেন ২৬ রান। একটি করে উইকেট নেন মোহাম্মদ রফিক ও তালহা জুবায়ের।
এমপি