রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন

বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে ক্রীড়াঙ্গন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭১ সালে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিরা। এ সময় গঠিত হয়েছিল মুজিব নগর সরকার। তখন গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দলও। সেই দল ভারতের বিভিন্ন রাজ্যে প্রদশর্নী ম্যাচ খেলে তহবিল সংগ্রহ করেছে। একই সঙ্গে জনমতও তৈরি করেছে। উড়িয়েছে বাংলাদেশের পতাকা। সাঁতারু অরুন নন্দি ৯০ ঘণ্টা ৫ মিনিট সাঁতার কেটে গড়েন বিশ্ব রেকর্ড। এখান থেকে অর্জিত অর্থ মুজিবনগর সরকারের তহবিলে জমা দেন তিনি। এভাবেই ক্রীড়াঙ্গন জড়িয়ে আছে মুক্তির সংগ্রামে।

১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়। শুরু হয় স্বাধীন সার্বভৌম্য বাংলাদেশের পথ চলা। অন্যান্য ক্ষেত্রের ন্যায় ক্রীড়াঙ্গনও এগিয়ে যেতে থাকে। স্বাধীনতা অর্জনের ৫০ বছরের পথ পরিক্রমায় ক্রীড়াঙ্গনে আছে অনেক অর্জন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়া, নারী এশিয়া কাপ ক্রিকেটে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন, কমনওয়েলথ গেমস শ্যুটিংয়ে স্বর্ণ পদক অর্জন, বিশ্বকাপ ক্রিকেটে খেলা, টেস্ট মর্যাদা পাওয়া, উপমহাদেশে প্রথম গ্র্যান্ড মাস্টার পাওয়া, এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষদের বিভাগে স্বর্ণ জয়, ফুটবলে কয়েকটি শিরোপা জয়, মেয়েদের বয়স ভিত্তিক বিভিন্ন আসরে সেরা হওয়া ছিল উল্লেখ্যযোগ্য। এছাড়া গলফে সিদ্দিকুর রহমান, আর্চারিতে রোমান সানার সাফল্য যেমন আছে, তেমনি অ্যাথলেটিক্সে, বক্সিং, সাঁতারেও আছে কিছু কিছু সাফল্য।

স্বাধীন বাংলা ফুটবল দল
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই গঠিত হয় স্বাধীন বাংলা ফুটবল দল। অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। ম্যানেজার ছিলেন তানভীর মাজহার তান্না। দলে অন্যদের মাঝে ছিলেন বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিনও। ভারতের কয়েকটি রাজ্যে এই দল ১৪টির মতো প্রদশর্নী ম্যাচ খেলে। ২৫ জুলাই নদিয়ার কৃষ্ণনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম খেলা। বাজানো হয় জাতীয় সংগীত। উড়ানো হয় জাতীয় পতাকা।

অবদান রেখেছিলেন অরুন নন্দিও
স্বাধীন বাংলা ফুটবল দল অবদান রেখেছিল ফুটবল মাঠে। আর সাঁতারু অরুন নন্দি অবদান রেখেছিলেন পানিতে। ১৯৭১ সালের অক্টোবরে তিনি কলকাতার কলেজ স্কয়ারে ৯০ ঘন্টা ৫ মিনিট সাঁতার কেটে গড়েন বিশ্ব রেকর্ড। আগের রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সিমুনের। ১৯৩২ সালে ৮৯ ঘন্টা ৩৬ মিনিট সাঁতার কেটে এই রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্ব রেকর্ড গড়ে পেয়েছিলেন এক লাখ রুপি। সেই পুরো টাকাটা তিনি জমা দিয়েছিলেন মুক্তিযোদ্ধে তহবিলে। ২০১৮ সালের ১৬ নভেম্বর কলকাতায় মারা যান তিনি।

ক্রিকেটে সাফল্য
স্বাধীনাত্তোর বাংলাদেশের সেরা সাফল্য ক্রিকেটে। স্বাধীনতার সময় গোটা জাতি এক হলেও পরবর্তীতে সেই একতা আর থাকেনি। তৈরি হয় বিভাজন। সেই বিভাজন দূর হয়ে গিয়েছিল ক্রিকেটের কল্যাণে। ১৯৯৭ সালে বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ আসার পর গোটা জাতি নেমে এসেছিল রাস্তায়। মালয়েশিয়ার কিলাত ক্লাব মাঠে আকরাম বাহিনীর সেই সাফল্যে বাংলাদেশে তৈরি হয়েছিল এক অভূতপূর্ব দৃশ্য। পরে সেই আসরে বাংলাদেশ চ্যাম্পিয়নও হয়েছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় তখন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোটা দলকে বিমানবন্দর থেকে নিয়ে এসে দেওয়া হয়েছিল সংবর্ধনা। এরপর ক্রিকেটে শুধুই এগিয়ে চলা।

১৯৯৯ সালে টেস্ট মযার্দা পাওয়ার পর ২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলে বাংলাদেশে ক্রিকেট দল। প্রতিপক্ষ ভারত। ক্রিকেটের কোনো ফরম্যাটে বাংলাদেশ এখন পর্যন্ত মুকুট অর্জন করতে না পারলেও ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি-ফাইনালে খেলেছিল। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা ছিল সেরা অর্জন। ঘরের মাঠে পরপর তিন সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ছিল অনেক বড় সাফল্য। এশিয়াতে প্রথম স্বর্ণ এসেছে এই ক্রিকেটের মাধ্যমেই ২০২০ সালে বেইজিংয়ে। টেস্ট ক্রিকেটে তেমন কোনো সাফল্য না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ জিততে পেরেছিল।


ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান। ২০১৫ সালে তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডার ছিলেন তিনি।

খেলার মাঠের চেয়ে আয়োজনের দিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশ। বেশ কয়েকবার আয়োজন করেছে এশিয়া কাপ ক্রিকেট। এখন যেটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, শুরুতে এর নাম ছিল নক আউট বিশ্বকাপ। এই আসরের প্রথম আয়োজক ছিল বাংলাদেশ, যা বিসিবি আয়োজন করেছিল টেস্ট মর্যাদা পাওয়ার আগেই। ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল। ২০১৪ সালে পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও আয়োজন করেছে দুইবার।


ফুটবলে আশা পূরণ হয়নি
স্বাধীনতা পরবর্তী সময়ে ফুটবল ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আবাহনী- মোহামেডানের নামে দেশ দুই ভাগ হয়ে পড়তো। মারামারি, সংঘর্ষে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। সমর্থকদের পাশাপাশি ফুটবলারদের জেলে যাওয়ার মতোও ঘটনা ঘটেছে। কিন্তু ফুটবলের সেই জনপ্রিয়তা পরে আর থাকেনি। এখন আর আবাহনী-মোহামেডানের খেলায় দর্শকরা স্টেডিয়ামমুখি হন না। ফুটবলের এই অসম্ভব জনপ্রিয়তার মাঝেও কিন্তু জাতীয় দলের সে রকম কোনো সাফল্য ছিল না। ১৯৭৪ সালে ফিফার সদস্য পদ লাভ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিশ্ব ফুটবলের আসরে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ দৌড় বিশ্বকাপ বাছাই পর্যন্ত। ফুটবলের শিরোপা আছে তিনটি। একটি ১৯৮৯ সালে ঘরের মাঠে প্রেসিডেন্ট কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দল। ১৯৯৫ সালে মিয়ানমারে চার জাতি শিরোপা জিতেছিল। আর অধরা হয়ে থাকা সাফ গেমস ফুটবলে শিরোপা জিতেছিল ১৯৯৯ সালে নেপালে। তবে এখন পর্যন্ত উপমহাদেশের বিশ্বকাপ হিসেবে পরিচিত সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।

ছেলেদের ফুটবল যখন নিম্নমুখি তখন ক্রমেই উঠে আসছে মেয়েদের ফুটবল। জাতীয় দল তেমন কোনো সাফল্য না পেলেও অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ সাফ আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশ প্রথম স্বর্ণ
সাফ গেমস ছাড়া অন্য যেকোনো গেমসে বাংলাদেশের অংশগ্রহণ মূল কথা। দুই/একটা পদক আসা ছিল অনেক বড় প্রাপ্তি। সেখানে ১৯৯০ সালে প্রথমবারের মতো অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে শ্যুটিংয়ে এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ জিতেন বাংলাদেশের আতিকুর রহমান ও আব্দুস সাত্তার। এরপর ২০০২ সালে ম্যানচেষ্টার কমনওয়েলথ গেমসে এয়ার রাইফেলে স্বর্ণ জিতেন আসিফ হোসেন খান।

উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ 
ক্রিকেটে সাফল্য আসার অনেক আগে দাবাতে ছিল বড় সাফল্য। আর সেটি ছিল নিয়াজ মোর্শেদের গ্র্যান্ড মাস্টার খেতাব লাভ। তার এই খেতাব ছিল উপমহাদেশেরও প্রথম। নিয়াজ এই খেতাব পেয়েছিলেন মাত্র ২১ বছর বয়সে ১৯৮৭ সালে। তিনি ছিলেন সেই সময়ে এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার। তার এই খেতাব জেতার পর এগুতে পারেনি বাংলাদেশের দাবা। তবে দাবায় নিজের সাফল্যের জন্য নিয়াজ মোর্শেদ স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

নিয়াজ মোর্শেদের মতো করে না হলেও দাবায় নাম আসবে রানী হামিদের। তাকে বলা হয় দাবার রানী। বাংলাদেশের প্রথম নারী আর্ন্তজাতিক দাবা মাস্টার। ১৯৮৫ সালে তিনি এই খেতাব পান। ১৫ বারের জাতীয় দাবা চ্যাম্পিয়ন রানী হামিদ এখনও খেলে চলেছেন।

গিনেস বুকে লিনুর নাম
জোবেরা রহমান লিনু হলেন বাংলাদেশের নারী টেবিল টেনিতে মুকুটহীন রানী। ১৬ বারের জাতীয় চ্যাম্পিয়ন। এই অর্জনে প্রথম বাংলাদেশি হিসেবে তার নাম উঠে যায় গিনেস বুক অব ওয়ার্ল্ডে। টেবিল টেনিস ছাড়াও তিনি সাইক্লিংয়ে তিনবারের জাতীয় চ্যাম্পিয়ন। ইউনেসেফের শুভেচ্ছাদূক হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে।

এশিয়া গেমসে মোশাররফই প্রথম
প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ শুধুই অংশগ্রহণ করে থাকে। কোনো পদকের আশা থাকে না। সেখনে বাজিমাত করেন বক্সার মোশাররফ হোসেন। ১৯৮৬ সালে এশিয়ান গেমসে তিনি প্রথমবারর মতো ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় বাংলাদেশের নাম লেখান। এই অর্জনে ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

ট্র্যাকের রাজা শাহআলম
যেকোনো গেমসের সেরা ইভেন্টে হলো নারী-পুরুষের ১০০ মিটার দৌঁড়। সাফ গেমসে শাহ আলম পরপর দুইবার এই ইভেন্টে সেরা হয়ে উপমহাদেশের দ্রুততম মানব হয়েছিলেন। সড়ক দুর্ঘটনায় ১৯৮৯ সালে তার অকাল প্রয়াত হয়। শাহআলম ছাড়া বিমল চন্দ্র রায়ও সাফের দ্রুততম মানব হয়েছেন একাবর। এই সাফ গেমসেই ১৯৯৩ সালে সাঁতারে মোশাররফ হোসেন একাই ৫টি স্বর্ণ উপহার দিয়েছিলেন দেশবাসীকে।

বলবয় থেকে গলফার সিদ্দিকুর
গলফের কোর্টে সিদ্দিকুর রহমান ছিলেন প্রথমে বলবয়। সেখান থেকে তিনি নিজেকে ধীরে ধীরে জড়িয়ে ফেলেন খেলোয়াড় হিসেবে। এখন তিনিই দেশসেরা গলফার। আন্তর্জাতিক পরিমন্ডলে তিনিই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন। এখনো সাফল্যের সেরা পালক না জুটলেও বেশ কয়েকবার নজর কেড়েছেন। এশিয়ান ট্যুরে কয়েকবার রানার্সআপ হওয়ার কৃতিত্ব আছে তার। এছাড়া শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাই ওপেনে চ্যাম্পিয়ন হয়ে মহাদেশীয় গলফে নিজের নামকে আরো উচ্চতায় নিয়ে গেছেন তিনি।

উঠে আসছে আর্চারি
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রমেই উঠে আসছে আর্চারি। ব্যক্তিগত এই ইভেন্টে ক্রমেই নিজেকে উপরের দিকে নিয়ে যাচ্ছেন রোমান সানা। ২০১৯ সালে বিশ্ব আর্চারির মঞ্চে তিনি ব্রোঞ্চ পদক জিতেছিলেন। এই অর্জনে তিনি প্রথমবারের মতো চলতি বছর টোকিও অলিম্পিকে খেলেছিলেন। রোমান সানার পাশাপাশি মেয়েরাও এই ইভেন্টে ভালো করতে শুরু করেছেন। বাংলাদেশের আগামীর সম্ভাবনার নাম আর্চারি।

এমপি/এসআইএইচ/

Header Ad
Header Ad

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমা বা গ্ল্যামার নিয়ে নয়, বরং ব্যক্তিগত জীবনের একটি রহস্যজনক ইঙ্গিত নিয়েই সরব নেটিজেনরা। ৪৯ বছর বয়সেও তার স্টাইল ও সৌন্দর্যে মোহিত ভক্তরা, কিন্তু সম্প্রতি দুবাইতে ছুটি কাটাতে গিয়ে পোস্ট করা একটি ছবিতে তাকে ঘিরে শুরু হয়েছে অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

সবুজ মনোকিনিতে একটি ম্যাঙ্গো আইসক্রিম হাতে, খোলা চুল, চোখে সানগ্লাস আর মাথায় স্টাইলিশ টুপি পরে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন আমিশা। সাধারণত এমন ছবিতে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দেন কমেন্ট বক্স। তবে এবার নজর কাড়ে তার পেট। নেটিজেনদের একাংশ মনে করছেন, ছবিতে ‘বেবি বাম্প’ স্পষ্ট। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে— “তিনি কি অন্তঃসত্ত্বা?” কেউ লিখেছেন, “বিয়ের আগেই বেবি?” আবার কেউ লিখেছেন, “হে ভগবান, এটা কি সত্যি?”

 

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। ছবি: সংগৃহীত

এ নিয়ে এখনও মুখ খোলেননি আমিশা। তবে এর আগে ১৯ বছরের ছোট নির্বাণ বিড়লার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। একটি ছবি ঘিরে তখনো নেটদুনিয়ায় বেশ আলোচনা হয়েছিল, যেখানে নির্বাণকে ‘ডার্লিং’ বলে সম্বোধন করেন আমিশা, আর নির্বাণও তেমনি প্রতিক্রিয়া দিয়েছিলেন।

বর্তমানে আমিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এটি নিছক গুজব, আলো ছড়ানো একটি ছবি, না কি সত্যিই জীবনের নতুন অধ্যায়—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকতে অভিনেত্রী ভালোই জানেন কীভাবে দর্শকদের কৌতূহলী করে তুলতে হয়।

Header Ad
Header Ad

পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্রদল কর্মী পারভেজের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন। কাঁদছে স্বজন ও গ্রামের মানুষ।

তুচ্ছ ঘটনায় প্রকাশ্যে এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক সবাই। ভিডিও ফুটেজ দেখে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসির। রাত ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পারভেজের লাশ।

সন্তান হারানো শোকে আজোড়ে কাঁদছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন মা পারভীন আক্তার। বাবা জসিম উদ্দিন যেন শোকে পাথর। এলাকার প্রিয়মুখ পারভেজের এমন মর্মান্তিক মৃত্যুতে কাঁদছে গ্রামের মানুষ।

মৃত্যুর আগের রাতে মায়ের সাথে শেষ কথা হয় পারভেজের। শেষবারের মতো ভিডিও কলে দেখেন ছেলের মুখ।

ছেলের মৃত্যুর খবর পেয়ে কুয়েত প্রবাসী বাবা জসিম উদ্দিন বাড়ি এসেছেন রোববার ভোরে। একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সন্তান হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সাবেক ছাত্রদল নেতা বাবা জসিম উদ্দিন।

মা পারভীন আক্তার বলেন, 'যারা আমার ছেলেরে মারছে তাদের আমার সামনে আনো। আমি জিগাইতাম কেরে আমার ছেলের মারছে।'

বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার আর বাইচ্চা থাইক্যা কি অইবো। আমার ছেলেই তো নাই। হাত-পা ভাইঙ্গা রাখতো, সারাজীবন পালতাম, খালি বাবা ডাকটা শুনতাম। যারা আমার ছেলে মারছে তাদের প্রকাশ্যে ফাঁসি চাই।'

বাবা বিদেশে থাকায় নিজের গ্রামের বাড়িতে নতুন একতলা বাড়ি নির্মাণ করেছিলেন পারভেজ। কিন্তু সে বাড়িতে আর থাকা হলো না তার। ফিরেছে লাশ হয়ে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে অ্যাম্বুলেন্সে করে লাশ আসে গ্রামের বাড়ি ভালুকার বিরুনীয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে। লাশ আসার পর সৃষ্টি হয় হৃদয় বিধারক পরিবেশ। পাগল প্রায় মা-বাবা-বোনের আহাজারিতে কান্নার রোল পড়ে।

পারভেজের মৃত্যুর খবরে ভালুকার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে ভিড় করেছেন এলাকার মানুষ। এলাকায় স্বজন, ও ভালো ছেলে হিসেবে পরিচিত পারভেজ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত বলে জানান স্বজন ও এলাকার মানুষেরা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। ভিডিও ফুটেজে চিহ্নিত পারভেজের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি জানান স্থানীয়রা।

পারভেজের পিতার ঘনিষ্ঠ বন্ধু ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, পারভেজের বাবা বিরুনীয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা। তাদের পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে জড়িত। পারভেজ এলাকায় আসলে বিএনপি ও ছাত্রদলের কর্মসূচি ও মিছিলে সবসময় অগ্রভাগে থাকতো।

এদিকে ছাত্রদল কর্মী পারভেজ হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে রোববার বিকেলে ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্থানীয়রা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিল পারভেজ। এ ঘটনায় আটজনের নামসহ অজ্ঞাত আসামি করে বনানি থানায় মামলা করেছে নিহতের মামাতো ভাই হুমায়ুন।

Header Ad
Header Ad

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল

বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্তির ধারা আরও এক ধাপ এগিয়ে গেল। ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা ১৯ বছর বয়সী মাঝমাঠের খেলোয়াড় কিউবা মিচেল বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, কিউবাকে গতকাল একটি ই-মেইল পাঠানো হয়েছিল। আজ বিকেলে সেই ই-মেইলের জবাবে তিনি জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে তিনি আগ্রহী এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত আছেন।

জন্মসূত্রে ইংল্যান্ডের হলেও কিউবার মা বাংলাদেশের এবং বাবা জ্যামাইকান। ইতোমধ্যে সান্ডারল্যান্ডের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন তিনি। তার ফুটবল যাত্রা শুরু হয়েছিল বার্মিংহাম সিটির যুব দলে।

এর আগে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরির ফুটবলার সামিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তার জন্মনিবন্ধন সম্পন্ন হয়েছে এবং পাসপোর্টের আবেদন প্রক্রিয়াধীন।

ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়ার পথ ধরে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার এই ধারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হামজা চৌধুরীর অভিষেকের পর থেকেই বিষয়টি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহও বেড়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বিয়ে না করেই পঞ্চাশে অন্তঃসত্ত্বা অভিনেত্রী, তোলপাড় নেটদুনিয়া
পারভেজের মৃত্যুতে গ্রামের বাড়িতে মাতম, পাগলপ্রায় মা-বাবা ও একমাত্র বোন
বাংলাদেশের হয়ে খেলতে রাজি কিউবা মিচেল
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর
২০২৫ শেষ হওয়ার আগেই ৫০ সেঞ্চুরিতে দেশের প্রথম এনামুল হক
ভিসা বাতিল করায় ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা
একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
বিগত ৩ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার চায় এনসিপি
এপ্রিলে ১৯ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ২১ হাজার কোটি টাকা ছাড়াল
দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নিয়ে বিএনপির অভিমত
ফাইয়াজের মামলায় আইন মন্ত্রণালয়ের এখতিয়ার নেই: আসিফ নজরুল
ভারতের উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ৭ দিন ধরে আটকে ২৩ জন মিলে ধর্ষণ!
বিরামপুরে পিকআপের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবলীগ কর্মী মিঠু গ্রেফতার
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে উত্তাল মুসলিম সমাজ, হায়দ্রাবাদে গণবিক্ষোভ
ফকিরাপুলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
আল-আকসা ভেঙে মন্দির স্থাপনের পরিকল্পনা ফাঁস, ফিলিস্তিনের সতর্কবার্তা
শেখ হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন ডলার দেবে চীন : স্বাস্থ্য উপদেষ্টা
আইপিএলে অভিষেক ম্যাচেই তিন রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী