নিউজিল্যান্ডে মুশফিকদের স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন
স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি আজ। ব্যাপক আয়োজন আর ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে বিজয়ের সুবর্নজয়ন্তী। স্বাধীনতা অর্জনের এই দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। কিন্তু ক্রিকেট যেভাবে জাতিকে এক সুতোয় গেঁথেছিল আর কোনো কিছু সেভাবে পারেনি। ক্রিকেট এখন কোটি কোটি
বাঙালির আশা-ভরসা আর আনন্দ-বেদনার কাব্য। স্বাধীনতার এমন দিনে সেই ক্রিকেটাররা দেশে অবস্থান না করলেও সুর্বণজয়ন্তী পালন করছেন ঠিকই। আজ তারা জাতীয় পাতাকা নিয়ে মাঠে যান। সেখানে সবাই মিলে ছবি তুলেন।
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ডে গিয়েছে মুশফিক-লিটনরা। ১ ও ৯ জানুয়ারি দুইটি টেস্ট শুরু হলেও আইসোলেশনের কারণে তাদের ৯ ডিসেম্বর রাতেই চলে যেতে হয়েছে সেখানে। দলপতি মুমিনুলসহ কয়েকজন ক্রিকেটার ছাড়া বাকি সব ক্রিকেটার আইসোলশন শেষ করে অনুশীলন শুরু করেছেন।
মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার মাতৃভূমির আজ ৫০তম বিজয় দিবস উদযাপন করছি। আমার আজকের অবস্থানের জন্য এ জাতির অবদান কম নয়। আমরা যেন শহীদ মুক্তিযাদ্ধা পরিবারগুলোকে ভুলে না যাই। শুভ কামনা অসাধারন প্র্রথম অর্ধ শতকের জন্য, আমার বাংলাদেশ।’
এমপি/এসআইএইচ/