ওয়াকওভার পেয়ে প্লে অফে আবাহনী
বিষয়টি রবিবার থেকেই এক রকম পরিষ্কার হয়ে গিয়েছিল এএফসি কাপের প্লে অফ ম্যাচের খেলতে আসছে না মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাবটি। কারণ, রবিবারই তাদের মালদ্বীপ থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। তা বিমানে আর চড়েনি।
এদিকে ম্যাচটিকে সামনে রেখে প্রতিপক্ষ আবাহনী প্রিমিয়ার লিগের খেলা শেষ করে নিজেদের হোম ভেন্যু সিলেটেই থেকে গিয়েছিল। ম্যাচ কমিশনার ও অফিসিয়ালরাও বাংলাদেশে এসে রবিবারই সিলেট চলে গিয়েছিলেন। আজ তারা আগামীকালকের ম্যাচটি বাতিল ঘোষণা করলে আবাহনী না খেলেই প্লে অফের পরের রাউন্ডে উঠে গেছে। যদিও এএফসি থেকে এখনো সে রকমস কোনো লিখিত নির্দেশনা আসেনি। তবে এ নির্দেশনরা শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। এদিকে আর্থিক সমস্যার কারণে ভ্যালেন্সিয়া না আসাতে তাদের জরিমানাও গুণতে হবে।
ম্যাচ না হওয়া নিয়ে আবাহনী ক্লাবের ম্যানের্জা সত্যজিৎ দাশ রূপু বলেন, ‘ম্যাচ কমিশনার আমাদের জানিয়েছেন ভ্যালেন্সিয়া ক্লাব না আসাতে আগামীকালকের ম্যাচটি বাতিল ঘোষণা করেছেন। আমরা এখন পরবর্তী রাউন্ডের ম্যাচ খেলব ১৯ এপ্রিল। এ ব্যাপারে আমরা আজই কয়েকঘন্টা পর আনুষ্ঠানিকভাবে এএফসির কাছ থেকে জানতে পারবো।’
আবাহনীর ১৯ তারিখের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ভারতের মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টার ক্লাবের বিজয়ী হবে আবাহনীর প্রতিপক্ষ। খেলাটি হবে কলকাতায়। ভ্যালেন্সিয়া ক্লাব আর্থিক কারণে না আসতে পারলেও শ্রীলঙ্কার ক্লাবটিরও খেলা নিয়ে আছে শঙ্কা। কারণ দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। এ রকম অবস্থায় তাদের পক্ষে এই ম্যাচ খেলা কতোটুকু সম্ভব হবে তা সময়ই বলে দিতে পারবে।
এদিকে আবাহনী ১৯ তারিখের ম্যাচে জিততে পারলে সরাসরি খেলবে গ্রুপ পর্বে। সেখানে ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া। গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভারতের কলকাতায় ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত।
এমপি/এমএমএ/