জাপান-কোরিয়া ম্যাচে কেউ জিতেনি
সমান শক্তির দুই দলের খেলায় কোনো দলই জিততে পারেনি। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি প্রতিযোগিাতায় জাপান-কোরিয়ার টানটান উত্তেজনার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছে।
দুই দলই নিজ নিজ প্রথম ম্যাচে ড্র করেছিল। কোরিয়া ভারতের সঙ্গে ২-২ গোলে এবং জাপান পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে জাপান দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি। ৩-৩ গোলের ম্যাচে এই ব্যবধানে তারা দুইবার এগিয়ে ছিল। কিন্তু কোরিয়া শেষ পর্যন্ত সমতা নিয়ে আসে।
২০ মিনিটে কিরিশিতা ইয়োশিকির পেনাল্টি কর্নার গোলে লিড নেয় জাপান। পেনাল্টি কর্নারে প্রথম প্রচেষ্টা কোরিয়া গোলরক্ষক কিম জায়েহ ইয়োন ফিরিয়ে দেন। ফিরতি প্রচেষ্টায় দারুণ রিভার্স হিটে বল জালে পাঠান কিরিশিতা। ২৫ মিনিটে মুরাতা কাজুমার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে সামুরাইরা। নাগায়োশি কেন নিজেদের অর্ধ থেকে লম্বা করে বল বাড়ান। নাগায়োশি বল স্টিকে নামিয়ে দ্রুত সার্কেলে প্রবেশ করে রিভার্স হিটে লক্ষ্যভেদ করেন। দ্বিতীয় কোয়ার্টারের খেলা শেষ হওয়ার তিন সেকেন্ড আগে পাওয়া পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২-১ করে কোরিয়া। জ্যাং জং ইয়োনের ড্রাগ-ফ্লিক সরাসরি জালে জড়ায়। ৩৭ মিনিটে কেনতা তানাকা ফিল্ড গোল করলে জাপান আবার ৩-১ গোলে এগিয়ে যায়। ৪২ মিনিটে দারুণ ফিল্ড গোল করে কোরিয়াকে ম্যাচে রাখেন কিম হাইয়োং জিন। ৫৫ মিনিটে কিম সান ইয়োনের পেনাল্টি কর্নার গোলে স্কোরলাইন ৩-৩ করে কোরিয়া। এরপর দুই দল আর কোনো গোল করতে পারেনি।
বৃহস্পতিবার কোনো খেলা নেই। ১৭ ডিসেম্বর, শুক্রবার কোরিয়া খেলবে বাংলাদেশের বিপক্ষে। জাপানের পরের ম্যাচ ১৮ ডিসেম্বর। প্রতিপক্ষ বাংলাদেশই।
এমপি/এমএমএ/